জুলাই গণঅভ্যুখ্যানের বর্ষপূতি উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৯:০২ পিএম
জুলাই গণঅভ্যুখ্যানের বর্ষপূতি উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে বুধবার বিকালে শহরের ইটাগাছা সংগ্রাম পেট্রোল পাম্পের সামনে থেকে বর্ণাঢ্য মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। এতে সাতক্ষীরা জেলার সকল উপজেলার  বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শত শত নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন।
 
এরআগে শহরের ইটাগাছা এলাকায় বিজয় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ.এম রহমাতুল্লাহ পলাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি, যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, সাবেক সদস্য সচিব ইউপি চেয়াম্যান আব্দুল আলীমসহ অন্যান্যরা।
  
বক্তারা সমাবেশে আওয়ামী দুঃশাসনের গত ১৬ বছরের গুম, খুন, হত্যা, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজির নানা দিক তুলে ধরে তাদের সমালোচনা করেন। একই সাথে গত ১৬ বছরে আওয়ামী অপশাসনের হাতে সাতক্ষীরা জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা যেভাবে অমানবিক নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বলেন, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে বেশী দিন টিকে থাকা যায় না। তার জলন্ত প্রমান ফ্যাসিস্ট শেখ হাসিনা। ছাত্রজনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রিমান্ড শেষে কারাগারে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক
অর্থপাচার মামলায় খালাস পেলেন জি কে শামীম
জুলাইয়ে মূল্যস্ফীতি বেড়ে ৮.৫৫ শতাংশ
আজ থেকেই কার্যকর ট্রাম্পের নতুন শুল্কহার
বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
একসঙ্গে পুলিশের ঊর্ধ্বতন ৭৬ কর্মকর্তাকে বদলি
শুক্রবার মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘জলরঙ’
দেবীদ্বারে তিন দফায় বিএনপির বিজয় মিছিল
সাজিদ হত্যার ঘটনার তদন্তে মাঠে ‘সিআইডি’
সাবেক উপাচার্য হাসিবুরসহ পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft