সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৮:৫৪ পিএম
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান খুশি (১৭), সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করা স্নেহা চক্রবর্তী (১৮) ও শহরের আলীপাড়া এলাকার বাসিন্দা সিএনজি যাত্রী শফিকুল ইসলাম (৫০)। 

আহত দু’জন হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার লালারচর গ্রামের বিনয় ভূষণ পালের মেয়ে ঐশী রানী পাল ও শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরি গ্রামের বাসিন্দা রমজান আলীর ছেলে সিএনজিচালক রশিদ আহমেদ। আফসানা জাহান খুশি সুনামগঞ্জ শহরের আরপিননগর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে। স্নেহা চক্রবর্তীর গ্রামের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী বাস ধাক্কা দেয় সুনামগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাকে। বাসটি রংসাইডে গিয়ে সিএনজিকে আঘাত করে। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অপর তিন যাত্রীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাস আটক করা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রিমান্ড শেষে কারাগারে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক
অর্থপাচার মামলায় খালাস পেলেন জি কে শামীম
জুলাইয়ে মূল্যস্ফীতি বেড়ে ৮.৫৫ শতাংশ
আজ থেকেই কার্যকর ট্রাম্পের নতুন শুল্কহার
বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
একসঙ্গে পুলিশের ঊর্ধ্বতন ৭৬ কর্মকর্তাকে বদলি
শুক্রবার মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘জলরঙ’
দেবীদ্বারে তিন দফায় বিএনপির বিজয় মিছিল
সাজিদ হত্যার ঘটনার তদন্তে মাঠে ‘সিআইডি’
সাবেক উপাচার্য হাসিবুরসহ পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft