উখিয়ায় মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ২:২৯ পিএম
কক্সবাজারের উখিয়ায় একটি সিএনজি গাড়ি তল্লাশি চালিয়ে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শনিবার (২ আগস্ট) সকালে পালংখালী গোয়াল মারা এলাকায় একটি সিএনজি গাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে গণমাধ্যমে এসব বিষয় নিশ্চিত করে ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

বিজিবির ওই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ বালুখালী বিওপির বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত পিলার বিডি-২০ হতে আনুমানিক ২ কি. মি. দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে (জি আর নং- ২১৭৪১৩ মানচিত্র ৮৪/৪ সি) বিওপি হতে ৩ কি. মি. দক্ষিণ দিকে পালংখালী গোয়াল মারা নামক স্থানে অবস্থান করে বিজিবি সদস্যরা। 

সকালে পালংখালী গোয়াল মারা রাস্তা হতে বালুখালী মেইন রোডের দিকে একটি সিএনজি আসতে দেখে কর্তব্যরত বিজিবি সদস্যের পূর্ব নির্ধারিত সোর্সের বর্ণানার আলোকে সন্দেহ হওয়ায় সিএনজির দিকে বিজিবি টহলদল অগ্রসর হলে সিএনজি চালক বিজিবির টহলদলকে দেখে সিএনজি রেখে দ্রুত চালক দৌড়ে পালিয়ে যায়। 

তিনি আরও বলেন, পরবর্তীতে টহলদল উক্ত সিএনজিটি তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত সিএনজিটি আরো বিশদভাবে তল্লাশি কার্যক্রম চালানো হলেও আর কোন মালামাল পাওয়া যায়নি। মাদক চোরাকারবারিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানায় সাধারণ ডায়রি করে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও সিএনজি আলামত হিসেবে উক্ত থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সৌদির সঙ্গে বাংলাদেশের প্রথম প্রবাসী শ্রমিক চুক্তি শিগগিরই
ডেঙ্গুতে একজনের মৃত্যু, ভর্তি ২০৯
শতকোটি টাকা নিয়ে পালাল ফ্লাইট এক্সপার্ট!
শিক্ষার্থীদের পক্ষে প্রথম সোচ্চার চিত্রনায়ক সোহেল রানা অবহেলিত
অন্তর্বর্তী সরকারের মাঝে শেখ হাসিনার ছায়া দেখা যাচ্ছে: আনু মুহাম্মদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাধারণ যাত্রীর মতো লন্ডনে বাসের অপেক্ষায় তারেক রহমান
আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
দেশে দুই মাসে নির্যাতনের শিকার ৪৩৮ নারী ও কন্যাশিশু
দেশে ফিরে ‘বউ পছন্দ না হওয়ায়’ যুবকের কাণ্ড!
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft