জাবি রোভার স্কাউটের দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক সভা অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১০:৩০ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের ২০২৫-২০২৬ সেশনের নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বার্ষিক সাধারণ সভা ও রোভারের নতুন সদস্যদের বরণ করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সিনিয়র রোভারমেট জাহিদুল ইসলাম বাপ্পী ও মো. তানভীর রহমানের সঞ্চালনায় বিদায়ী কমিটি, সাবেক রোভার এবং তাদের অনুভূতি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

রোভার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা বিষয়ে প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম বলেন, "জাবি স্কাউট যেন সর্বক্ষেত্রে উজ্জ্বলভাবে প্রতিনিধিত্ব করে, এই আশা করি। স্কাউট আমাদের মানবিক হতে সাহায্য করে। স্কাউটের যে মূলনীতি, সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করলে আমরা সত্যিকারের মানুষ হতে পারব। এছাড়াও স্কাউটের মাধ্যমে একজন শিক্ষার্থী প্রকৃতভাবে লিডারশিপের দক্ষতা অর্জন করতে পারে।"

রোভারদের প্রয়োজনীয় বিষয় নিয়ে সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, "রোভার স্কাউটের যে সমস্যা রয়েছে তা অতি শীঘ্রই সমাধান করব। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষ্ঠানে সফলভাবে কাজ করে রোভার সদস্যরা। এছাড়া শৃঙ্খলা ব্যক্তি জীবনে অপরিসীম। রোভার স্কাউটের সদস্যদের এসব বৈশিষ্ট্য থাকে এবং তারা অপরকেও শৃঙ্খলভাবে চলতে সহায়তা করে। শৃঙ্খলা শুধু স্কাউট নয়, সকল মানুষেরই অনুসরণ করা দরকার। যদি একটা মানুষকে দেখে আরেকটা মানুষ শিখতে পারে, সেটাও একটি ইবাদতের কাজ। সেই কাজটি স্কাউটের সদস্যরা করে।"


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করলো সরকার
ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য চলছে, সরাসরি সম্প্রচার
শহীদদের স্মরণে ছাত্রদলের সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান
ঢাকার বাতাস আজ সহনীয়
মার্তার জোড়া গোলে কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাজীপুরের রাজনীতিতে নতুন ভোরের প্রত্যাশা: মেয়র পদে এলিস কি হয়ে উঠবেন তৃণমূলের প্রকৃত প্রতিনিধি?
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু রবিবার
রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজির চার যাত্রী নিহত
ইউএনও’র স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগ: জামায়াত আমীরকে অব্যাহতি
‘রক্তের ওপরে দাঁড়িয়ে সুবিধাবাদীদের বিজয়োৎসব’- তানিকে উদ্দেশ্য করে আবীর চৌধুরী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft