আগস্টে বাড়বে না জ্বালানি তেলের দাম
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৮:৩৫ পিএম
আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসে প্রতি লিটার অকটেন ১২২ টাকা ও পেট্রোল ১১৮ টাকায় বিক্রি হবে। এছাড়া ডিজেল প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকায় বিক্রি হবে। আগামী ১ আগস্ট থেকে এ দাম কার্যকর হবে।

এর আগের মাস জুলাইতেও জ্বালানি তেলের মূল্য একই ছিল। সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জুলাই মাসের জন্য ডিজেলের দাম প্রতি লিটার ১০২, কেরোসিন ১১৪, পেট্রল ১১৮ এবং অকটেন ১২২ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এই দাম ১ জুলাই থেকে কার্যকর হবে।

উল্লেখ্য বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার। এই নিয়ম অনুযায়ী প্রতি মাসেই নতুন মূল্য ঘোষণা করা হচ্ছে। একইভাবে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর মূল্যও নির্ধারণ করছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় ৭৫ লাখ টন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেলের ওপর নির্ভরশীল। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি তেলের মাধ্যমে। ডিজেল মূলত কৃষি সেচ, পরিবহন খাত এবং জেনারেটর চালনায় ব্যবহৃত হয়ে থাকে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে: মির্জা আব্বাস
দেশে প্রথমবারের মতো সি-ফুড কর্মশালা অনুষ্ঠিত
৩ আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে
কসবা-আখাউড়ার অধিকাংশ রাস্তা ব্যবহার উপযোগী নয়
মিশুকের পরিবর্তে সিএনজি অটোরিক্সা প্রতিস্থাপনে আলোচনা সভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন যুবদল নেতা সরদার মোহাম্মদ
বাজারে সবজিসহ পেঁয়াজ-মুরগি-ডিমের দাম বেড়েছে
কাপাসিয়ায় শাপলা দেখতে গিয়ে নৌকাডুবে দুই বন্ধুর মৃত্যু
জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft