বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি
‘বইমেলায় ফ্যাসিবাদের দালালদের অংশগ্রহণে আমরা উদ্বিগ্ন’
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৭:৫০ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ৬ দিনব্যাপী বইমেলা। ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫’ শীর্ষক এই বইমেলা আয়োজন করছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং বাংলা একাডেমি। সহযোগিতায় আছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়।

তবে আজ এই আয়োজন শুরু হওয়ার পর ‘বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি’ এই বইেমলায় কিছু প্রকাশনীকে ফ্যাসিবাদের দালালদের অংশগ্রহণ বলে এক বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, বাংলা একাডেমি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলায়’ এমন কিছু প্রকাশনীর অংশগ্রহণ ঘটেছে, যাদের অতীত কর্মকাণ্ড স্পষ্টভাবে গণতন্ত্রবিরোধী ও ফ্যাসিবাদপুষ্ট। এই বইমেলা শহীদদের রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের চেতনার স্মারক। এই মেলায় তাদেরই উত্তরসূরিদের জায়গা, যারা গণতন্ত্র, মুক্তচিন্তা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত। সেখানে কোনোভাবেই তাদের জায়গা হতে পারে না, যারা অতীতে ফ্যাসিবাদী সরকার ও স্বৈরশাসকদের প্রচারযন্ত্র হিসেবে কাজ করেছে কিংবা আজও গোপনে সেই চেতনাকে লালন করে চলেছে।

বিবৃতিতে তারা আরো উল্লেখ করেন, আমরা মনে করি, স্বাধীনতার বইমেলায় যেমন রাজাকারদের জায়গা হতে পারে না, তেমনি গণঅভ্যুত্থানের বইমেলাতেও পরাজিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দালালদের জায়গা হতে পারে না। তাদের অংশগ্রহণ শহীদদের আত্মত্যাগের অবমাননা এবং গণআকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলা একাডেমির প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে ওই চিহ্নিত প্রকাশকদের বরাদ্দ স্টল বাতিল করুন। জনগণের মেলা যেন দালাল ও বিপথগামীদের আশ্রয়স্থল না হয়। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, করব। গণতন্ত্র, প্রগতি ও মুক্ত চিন্তার পক্ষে আমরা আজও অটল।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে: মির্জা আব্বাস
দেশে প্রথমবারের মতো সি-ফুড কর্মশালা অনুষ্ঠিত
৩ আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে
কসবা-আখাউড়ার অধিকাংশ রাস্তা ব্যবহার উপযোগী নয়
মিশুকের পরিবর্তে সিএনজি অটোরিক্সা প্রতিস্থাপনে আলোচনা সভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন যুবদল নেতা সরদার মোহাম্মদ
বাজারে সবজিসহ পেঁয়াজ-মুরগি-ডিমের দাম বেড়েছে
কাপাসিয়ায় শাপলা দেখতে গিয়ে নৌকাডুবে দুই বন্ধুর মৃত্যু
জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft