সাবেক এমপি পিন্টুর মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: কারা অধিদপ্তর
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৭:২৮ পিএম
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ২ বারের সংসদ সদস্য (এমপি) ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর মৃত্যু নিয়ে ‘গুজব’ ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের এআইজি ফরহাদ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেত্রকোন-৩ আস‌নের সা‌বেক সংসদ সদস্য ইফ‌তিকার উদ্দিন তালুকদার পিন্টুর কারাগা‌রে মৃত্যু সংক্রান্ত সামা‌জিক যোগা‌যোগমাধ্যমের খবর‌টি স‌ঠিক নয়। তি‌নি কারাগা‌রে আটক ছি‌লেন না। বিষয়‌টি এক‌টি গুজব। 

এ বিষয়ে সবাইকে সচেতন এবং সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন কারা অধিদপ্তরের এআইজি ফরহাদ। এর আগে সোমবার (২৮ জুলাই) পিন্টুর মৃত্যুর তথ্য জানা যায়। স্বজনদের বরাতে বিভিন্ন গণমাধ্যম জানায় নিকুঞ্জের এক বাসায় তিনি মারা যান।

পিন্টুর ভাগ্নে জাকির হোসেন প্রবাল জানান, তার মামা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। এ অবস্থায় সোমবার তিনি ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন। তবে এই মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে দাবি করা হয়, কারাগারে নির্যাতনের কারণে তিনি মারা যান। 

এ নিয়ে যখন নেট দুনিয়ায় তোলপাড়, তখনই কারা অধিদপ্তর বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করল। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি গুজব বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামের ব্যবসায়ী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ২০০৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন তিনি।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে: মির্জা আব্বাস
দেশে প্রথমবারের মতো সি-ফুড কর্মশালা অনুষ্ঠিত
৩ আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে
কসবা-আখাউড়ার অধিকাংশ রাস্তা ব্যবহার উপযোগী নয়
মিশুকের পরিবর্তে সিএনজি অটোরিক্সা প্রতিস্থাপনে আলোচনা সভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন যুবদল নেতা সরদার মোহাম্মদ
বাজারে সবজিসহ পেঁয়াজ-মুরগি-ডিমের দাম বেড়েছে
কাপাসিয়ায় শাপলা দেখতে গিয়ে নৌকাডুবে দুই বন্ধুর মৃত্যু
জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft