জিমেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন নায়ক জসিমের ছেলে
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৭:১৩ পিএম
মারা গেছেন ব্যান্ড ‘ওন্ড’র ভোকালিস্ট এ কে রাতুল। রবিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জিমে থাকা অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম।

তিনি জানান, উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এই সংগীতশিল্পীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ শোক জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘এটা মেনে নেওয়া কঠিন।’ কেউ লিখেছেন, ‘রাতুল নেই, অবিশ্বাস্য।’ একজন লিখেছেন, ‘কীভাবে এমন হলো, এটা মেনে নেওয়া যায় না।’

এছাড়া সংগীতশিল্পী বাপ্পা মজুমদার রাতুলের মৃত্যুতে শোক জানিয়ে নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘রেস্ট ইন পিস।’

এ কে রাতুল ‘ওন্ড’ ব্যান্ডে ভোকালিস্ট, বেজিস্ট এবং সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। ব্যান্ড সংগীতের পাশাপাশি তিনি সাউন্ড ডিজাইন ও মিউজিক প্রোডাকশনে দক্ষতা অর্জন করেছিলেন। রাতুল ছিলেন প্রয়াত একসময়ের সুপারস্টার চিত্রনায়ক জসীমের একমাত্র সন্তান। বাবার মতো বিনোদনজগৎকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি, তবে গান ও প্রযুক্তির মাধ্যমে।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্যখাতের টেকসই সংস্কারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা
এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি: সালাহউদ্দিন
সমন্বয়ক পরিচয়ে কেউ চাঁদাবাজি করতে গেলে পুলিশে দেবেন: সারজিস
দেড়মাস সংসার করার পর স্বামী বুঝতে পারে তার স্ত্রী পুরুষ
গর্তেই আটকে আছে জয়দেবপুর-সালনার জনজীবন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিএনপি নেত্রীর লিফলেট বিতরণ
ইবি শিক্ষার্থী ও সহ-সমন্বয়কের পাল্টাপাল্টি অভিযোগ
উলিপুরে সাংবাদিকদের নিয়ে লাইট হাউজের প্রশিক্ষণ কর্মশালা
সারাদেশে বৈষম্যবিরোধীদের কমিটি স্থগিত
সাবেক এমপির বাসায় চাঁদা দাবি করা ৫ সমন্বয়কের বিরুদ্ধে মামলা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft