প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৭:১৩ পিএম

মারা গেছেন ব্যান্ড ‘ওন্ড’র ভোকালিস্ট এ কে রাতুল। রবিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জিমে থাকা অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম।
তিনি জানান, উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
এই সংগীতশিল্পীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ শোক জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘এটা মেনে নেওয়া কঠিন।’ কেউ লিখেছেন, ‘রাতুল নেই, অবিশ্বাস্য।’ একজন লিখেছেন, ‘কীভাবে এমন হলো, এটা মেনে নেওয়া যায় না।’
এছাড়া সংগীতশিল্পী বাপ্পা মজুমদার রাতুলের মৃত্যুতে শোক জানিয়ে নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘রেস্ট ইন পিস।’
এ কে রাতুল ‘ওন্ড’ ব্যান্ডে ভোকালিস্ট, বেজিস্ট এবং সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। ব্যান্ড সংগীতের পাশাপাশি তিনি সাউন্ড ডিজাইন ও মিউজিক প্রোডাকশনে দক্ষতা অর্জন করেছিলেন। রাতুল ছিলেন প্রয়াত একসময়ের সুপারস্টার চিত্রনায়ক জসীমের একমাত্র সন্তান। বাবার মতো বিনোদনজগৎকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি, তবে গান ও প্রযুক্তির মাধ্যমে।
আজকালের খবর/আতে