পার্কভিউ হসপিটালের আয়োজনে হাটহাজারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১২:৫৭ পিএম
চট্টগ্রামের অন্যতম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পার্কভিউ হসপিটালের উদ্যোগে এবং উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার খন্দকিয়া ইউনুচ নগর জান আলী চৌধুরী বাড়ি খাজা গরীবে নেওয়াজ (র.) সমবায় সমিতির আয়োজনে ছালামত আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এই ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং পাশাপাশি এতে ছিল ডায়াবেটিস পরীক্ষার সুবিধা। মোট পাঁচটি বিভাগের অধীনে দশজন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক এই ক্যাম্পে অংশ নেন এবং সেবা প্রদান করেন।

ক্যাম্পে অংশগ্রহণকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডা. আহমদ রহিম, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. সালাউদ্দিন এম এ এইচ চৌধুরী, গাইনি বিশেষজ্ঞ ডা. সাবরিনা আবেদীন, ডা. নকীব এবং ডা. ফারজানা আহমেদ। চক্ষুরোগ বিভাগের দায়িত্বে ছিলেন ডা. রায়হান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এম ওয়াই এফ পারভেজ এবং ডা. ইদ্রিস চৌধুরী।

ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস, গাইনি এবং চক্ষু বিভাগে আগত শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। রোগীদের জন্য বিনামূল্যে ওষুধ, স্বাস্থ্য পরামর্শ এবং প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়।

এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পার্কভিউ হসপিটালের মার্কেটিং ও ব্র্যান্ড বিভাগ নিরলসভাবে কাজ করেছে। পুরো কার্যক্রমের সার্বিক দায়িত্বে ছিলেন পার্কভিউ হসপিটালের ম্যানেজার জাহেদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ আব্দুস সোবহান, মশিউর রহমান, হেলাল এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জনগণের কল্যাণে পার্কভিউ হসপিটাল ভবিষ্যতেও এ ধরণের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গা মুসলিমদের দমন-পীড়ন করছে আরাকান আর্মি: হিউম্যান রাইটস ওয়াচ
সাধারণ যাত্রীর মতো লন্ডনে বাসের অপেক্ষায় তারেক রহমান
পাটগ্রাম সীমান্তের অভ্যন্তরে ভারতীয় ড্রোনের অনুপ্রবেশ, সীমান্তে উত্তেজনা
আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে: হাবিব উন নবী
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন যুবদল নেতা সরদার মোহাম্মদ
কাপাসিয়ায় শাপলা দেখতে গিয়ে নৌকাডুবে দুই বন্ধুর মৃত্যু
জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
টেকনাফে দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার
আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া কে এই মেজর সাদিক?
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft