বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ছায়াবীথি সোসাইটি স্কুলে বিশেষ দোয়া
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৫:৩২ পিএম
উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে  ঘটে যাওয়া  মর্মান্তিক  বিমান দুর্ঘটনায় নিহত ও আহত  শিক্ষার্থীদের   স্মরণে গাজীপুরের ছায়াবীথি সোসাইটি উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২২ জুলাই) ছায়াবীথি সোসাইটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির  সভাপতি ও ছায়াবীথি সোসাইটি উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস।

দোয়া মাহফিলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের আত্মার শান্তি কামনা করে কুরআন খানি ও বিশেষ মোনাজাত করা হয়। 

অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস বলেন, উত্তরার আকাশে ঘটে যাওয়া এই ভয়াবহ বিমান দুর্ঘটনা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি নয়-এটি গোটা জাতির হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। নিহত শিক্ষার্থীদের জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। পাশাপাশি সরকারের প্রতি আহ্বান জানাই, যাতে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়।
তিনি আরও বলেন, এই শোক শুধু একটি এলাকার মধ্যে সীমাবদ্ধ নেই-বাংলাদেশের প্রতিটি ঘরে, প্রতিটি মনের ভিতর বেদনার ছায়া নেমে এসেছে। জাতি আজ শোকাহত, বিস্মিত ও ব্যথিত।

এলিস শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক কামনা করেন।

দোয়া মাহফিলে বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, এই দুর্ঘটনা আমাদের জন্য এক সতর্কবার্তা।  যেকোনো ধরনের যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, অভিভাবক প্রতিনিধি এবং ছাত্র প্রতিনিধিরা। তারা সকলেই শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য সরকার, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবহন কর্তৃপক্ষকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং সকলে একযোগে নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং  আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আবুল বারকাতের জামিন নামঞ্জুর, রিমান্ড শুনানি সিএমএম আদালতে
মাইলস্টোনের দুর্ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক
নিহত, আহত ও নিখোঁজের ‘প্রকৃত সংখ্যা’ নির্ধারণে কমিটি
দুদকের মামলায় খালাস পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি
অপরাধ করলেই যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল, ভবিষ্যতে প্রবেশ নিষিদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, পূর্বেও দিয়েছেন জরিমানা
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের পাশে জালালাবাদ এসোসিয়েশন
কোটালীপাড়ায় প্রাইভেট পড়তে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষিত
বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ছায়াবীথি সোসাইটি স্কুলে বিশেষ দোয়া
ঢাকায় বিমান দুর্ঘটনায় মর্মাহত চীনা পররাষ্ট্রমন্ত্রী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft