প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭:২৪ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে জালালাবাদ এসোসিয়েশন।
মঙ্গলবার (২২ জুলাই) জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি সি এম কয়েস সামী আহতদের রক্ত দানের উদ্দেশে জালালাবাদ ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যদের সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান।
এ সময় তিনি আহতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। জালালাবাদ সভাপতি আহত শিক্ষার্থী ও তাদেরে স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা প্রকাশ করেন। এ সসময় তিনি বলেন, তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা অবশ্যই সুস্থ হয়ে উঠবে।
জালালাবাদ সভাপতির সঙ্গে ছিলেন- এসোসিয়েশনের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সজল, অফিস সুপার শামছুদ্দিন, অফিস নির্বাহী শিব্বির আহমেদ, আব্দুর রব প্রমুখ।
হাসপাতাল থেকে ফেরার সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রসঙ্গত, গতকাল সোমবার দুপুরের দিকে রাজধানীর উত্তরায় মাইলস্টোল স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত ও শতাধিক শিক্ষার্থী আহত হন। আহতদের অধিকাংশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজকালের খবর/বিএস