প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৫:০৫ পিএম

কুমিল্লা দেবীদ্বারে ১৭৮ বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করছে দেবীদ্বার থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস।
তিনি বলেন, মঙ্গলবার ( ২২ জুলাই) দুপুরে মাদক বিরোধী অভিযান চলাকালে দেবীদ্বার পৌরসভার গোমতী নদীর বেরি বাঁধ সংলগ্ন কুশাগাজী বাড়ির সামনে থেকে এ মাদকগুলি উদ্ধার করা হয়।
পুলিশের সৃত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুল হাসান তার সংঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চলাকালে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে গোমতী নদীর পাড়ে কিছু বস্তা পড়ে থাকতে দেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে ৫০ বোতল বিদেশী মদ এবং ১২৮ টি ক্যান বিয়ার উদ্ধার করেন।
এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসারইনচার্জ (ওসি) শামশুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন,পুলিশ অভিযানকালে“স্থানীয়দের সহযোগিতায় আমরা এই মাদকগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছি। পুলিশ জানতে পেরেছে টের পেয়ে মাদক ব্যবসায়িরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো পুলিশ হেফাজতে রয়েছে এবং অজ্ঞাত আসামির বিরুদ্ধে একটি মাদক বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মাদক কারবারীদের চিহ্নিত করতে অভিযান অব্যাহত রয়েছে।
আজকালের খবর/বিএস