রাজনীতির আদর্শিক নেতৃত্বে গাজীপুরের গর্ব
আন্তর্জাতিক মানবাধিকার সম্মাননায় স্বর্ণপদক পেলেন অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস
মাজহারুল ইসলাম (কাঞ্চন), গাজীপুর
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৮:০৭ পিএম
গাজীপুর শহরের একজন সুপরিচিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মো. মেহেদী হাসান এলিস জাতিসংঘের আওতাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ সোস্যাল হিউম্যান রাইটস কমিশন কর্তৃক 'গুণীজন স্বর্ণপদক ২০২৫ সম্মাননায় ভূষিত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংগঠনটি কর্তৃক আয়োজিত ইভটিজিং ও শিশুশ্রম রোধে মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়' শীর্ষক এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। 

মেহেদী হাসান এলিস একজন আইনজীবী হিসেবে যেমন সুনাম কুড়িয়েছেন, তেমনি রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।

মেহেদী হাসান এলিস বর্তমানে গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে গাজীপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক, গাজীপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তিনি কেবল রাজনৈতিক নেতৃত্বে সীমাবদ্ধ নন, সামাজিক দায়বদ্ধতা, মানবিকতা ও ন্যায়ের পক্ষে সোচ্চার কণ্ঠ হিসেবেও সুপরিচিত।

এলিস গাজীপুরের ঐতিহ্যবাহী উত্তর ছায়াবিথী এলাকার এক ধর্মভীরু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন গাজীপুর জেলা জজ কোর্টের একজন সম্মানিত বিচারক এবং তার মাতা ছিলেন একজন আদর্শ গৃহিণী।

তিনি গাজীপুরের রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মেধা তালিকায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা শহরের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজ ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনেই তিনি যুক্ত হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে এবং ওখান থেকেই তার রাজনীতির হাতেখড়ি। সময়ের পরিক্রমায় বিএনপির বিভিন্ন স্তরে উঠে আসেন প্রজ্ঞা, নিষ্ঠা ও নেতৃত্বগুণে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী নিতাই রায় চৌধুরী।

বাংলাদেশ সোস্যাল হিউম্যান রাইটস কমিশন ঢাকা বিভাগ সভাপতি গাজী আনিসুর রহমান ইউনুস ইমরানের সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন-বিচারপতি হাবিবুর রহমান খান, রফিকুল ইসলাম হক হাফিজ, আহমেদ শরীফ, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তার, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান।

এছাড়া ঢাকা বিভাগ ও গাজীপুর জেলা থেকে আগত মানবাধিকারকর্মী, আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান এলিস বলেন, এই সম্মাননা শুধু আমার একার নয়, এটি গাজীপুরবাসীর, আমার রাজনৈতিক সহযোদ্ধাদের, এবং প্রতিটি সাধারণ মানুষের যারা ন্যায় ও মানবাধিকারের পক্ষে কাজ করে যাচ্ছেন।

সচেতন মহলের কয়েকজন বলেন, মেহেদী হাসান এলিস একজন অনুকরণীয় ব্যক্তিত্ব, যিনি শিক্ষা, আইন, রাজনীতি ও মানবিক মূল্যবোধকে একত্রে ধারণ করে গাজীপুর তথা দেশের মানুষের জন্য কাজ করে চলেছেন। আজকের এই স্বীকৃতি তার দীর্ঘ পথচলার এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা আগামীর তরুণ প্রজন্মের জন্য উদ্দীপনার উৎস হয়ে থাকবে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
সালাহউদ্দিনকে নিয়ে কটুক্তি করায় কক্সবাজারে বিএনপির তীব্র নিন্দা ও ক্ষোভ
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
দেশে গণতন্ত্রের সংকট চলছে: মির্জা ফখরুল
জামায়াত আমিরের খোঁজ নিলেন খালেদা জিয়া-তারেক রহমান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াত আমিরের মৃত্যু
আন্তর্জাতিক মানবাধিকার সম্মাননায় স্বর্ণপদক পেলেন অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস
চরম জনবল সংকটে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিঘ্নিত হচ্ছে চিকিৎসা সেবা
জামায়াতের সমাবেশকে ঘিরে ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী
প্রয়োজনে গোপালগঞ্জে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft