সীমান্তবর্তী শূন্য রেখায় মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত চারজন বাংলাদেশি নাগরিককে আর্থিক সহায়তা দিয়েছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
প্রতিপক্ষের মাইন বিস্ফোরণে প্রায়ই সীমান্ত এলাকায় সাধারণ মানুষ হতাহত হন। জীবিকার তাগিদে তারা জমিতে চাষাবাদ, গরু চরানো কিংবা বাঁশ ও লাকড়ি সংগ্রহ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
এই পরিস্থিতিতে বিজিবির মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় চারজন আহত বাংলাদেশিকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
তাঁরা হলেন, বান্দরবানের তুমব্রু ফকিরাঘোনা এলাকার মো. সোনা মিয়া (১৮), তুমব্রু হাসপাতাল পাড়া এলাকার মো. আবু তাহের (২৮), উখিয়ার তুলাতলী এলাকার মো. করিম হোসেন (২০) এবং একই এলাকার মো. মনছুর আলম (৩০)।
৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, দায়িত্বপূর্ণ এলাকায় জনসাধারণের নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রম বিজিবি সবসময় চালিয়ে যাবে।
আজকালের খবর/ এমকে