সোনাতলা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সোনাতলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৬:৩৬ পিএম
বগুড়ার সোনাতলা উপজেলার ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে সবুজায়ন ও পরিবেশ রক্ষা ও ফলজ বৃক্ষ রোপণে আগ্রহী করতে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে অনুষ্ঠানের মাধ্যমে এই চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এবং আগামীর প্রজন্মকে সুস্থ-নিরাপদ পরিবেশ উপহার দিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে এই চেতনাবোধ সৃষ্টি করতে হবে। একটি গাছ কেবল অক্সিজেনই দেয় না, এটি মাটি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বক্তব্যে বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, লাগানো গাছগুলোকে যত্নসহকারে পরিচর্যা করতে হবে। বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশেও সবুজ পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ উদ্যোগকে সফল করতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল হাই, সিনিয়র শিক্ষক ইয়াকুতি নাহার, শুম্ভনাথ সাহা, মোশারফ হোসেন, রাহেনুর ইসলাম এবং শাহ জালালসহ শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সচেতনামূলক গাছের যত্ন-বিধি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

চারা বিতরণ শেষে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে সেই গাছগুলো গ্রহণ করে এবং বিদ্যালয় প্রাঙ্গণ ও নিজ নিজ বাসস্থানে রোপণের অঙ্গীকার ব্যক্ত করে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জামায়াতের বিশেষ ট্রেন নিয়ে রেলওয়ের বিবৃতি
জুলাই-আগস্টে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের মৌন মিছিল
‘জুলাই গণহত্যার বিচার তরান্বিত করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে’
ইন্টারনেট বন্ধ হবে না, শপথ করলেন ফয়েজ তৈয়্যব
গণঅভ্যুত্থানের শহীদদের নিয়ে রাজনৈতিক ব্যবসা চলছে: মির্জা আব্বাস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে কারফিউয়ের মধ্যে অভিযান, আটক ৪৫
আজ বিনামূল্যে এক জিবি ইন্টারনেট পাবেন যেভাবে
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ৪৭৫ জন
এই রাষ্ট্রে আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নেই: নাহিদ
ফিরে দেখা-১৮ জুলাই: একটি রক্তাক্ত দিন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft