প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৮:১০ পিএম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের নিয়ে রাজনৈতিক ব্যবসা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, শহীদরা লজ্জা পাচ্ছেন যে, তারা কী কারণে জীবন দিয়েছিল, কী কারণে গুলির সামনে বুক পেতে দিয়েছিল। সেই কারণগুলো আজ আর হচ্ছে না। পরিষ্কার দেখা যাচ্ছে, ওই ঘটনাগুলো নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে মৌন মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের জন্য কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল ৫টার দিকে মৌন মিছিল বের হয়। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল ও মৌচাক হয়ে মালিবাগ আবুল হোসেন হোটেলের সামনে গিয়ে শেষ হয়।
মির্জা আব্বাস বলেন, ‘আজ এই সরকারকে (অন্তর্বর্তী সরকার) বলতে চাই, দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা বন্ধ করেন। দেশের একটি দলকে আপনি কোলে রেখেছেন, আরেকটি দলকে রেখেছেন কাঁখে (পাশে)।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় মৌন মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময়ে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ওআর