ভারতের আরেক পেসারের চোট, বুমরাহ কি খেলবেন?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১০:৪৬ এএম
লর্ডসে ইংল্যান্ডের কাছে ২২ রানে হারের পর ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের আগে চাপে ভারত। সিরিজ়ে ফিরতে হলে জয়ের বিকল্প নেই শুভমান গিলের দলের।

লর্ডসে আঙুলে চোট পেয়েছিলেন রিশাভ পান্ত। তার চোট কতটা গুরুতর, তা নিয়ে কিছু জানায়নি ভারতীয় দল। যদিও অধিনায়ক শুভমন গিল জানিয়েছেন, পান্ত খেলবেন। তার মাঝেই এ বার অনুশীলনে চোট পেয়েছেন অর্শদিপ সিং। বাঁহাতেই চোট পেয়েছেন বাঁহাতি পেসার।

২৩ জুলাই থেকে শুরু চতুর্থ টেস্ট। তার আগে বৃহস্পতিবার ম্যানচেস্টারে প্রথম অনুশীলন করেছে ভারতীয় দল। সেখানেই সাই সুদর্শনের একটা শট বাঁচাতে গিয়ে বাঁহাতে চোট পেয়েছেন অর্শদিপ। হাতের উপর ব্যান্ডেজ বাঁধতে দেখা যায় তাকে। তার পর আর বল করেননি।

অর্শদিপের চোট নিয়ে ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেশাটে বলেন, 'সাইয়ের শট আটকাতে গিয়ে চোট পেয়েছে অর্শদিপ। ওর আঙুল কেটে গিয়েছে। আমরা খতিয়ে দেখছি চোট কতটা গুরুতর। চিকিৎসকেরা নজর রাখছেন। যদি ওর আঙুলে সেলাইয়ের প্রয়োজন হয় তা হলে সেটা করা হবে।'

ভারতীয় দলে সুযোগ পেলেও প্রথম তিনটে টেস্টে খেলেননি অর্শদিপ। চতুর্থ টেস্টে তার খেলার সম্ভাবনা রয়েছে। কারণ, বুমরাহ ম্যানচেস্টারে খেলবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তৃতীয় টেস্ট চলাকালীন মোহাম্মদ সিরাজকে দেখে মনে হচ্ছিল, পেশিতে টান ধরছে তার। টানা তিনটি টেস্ট তিনি খেলেছেন। ফলে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। দু’জনের মধ্যে একজন না খেললে অর্শদিপের অভিষেক হতে পারে।আর যদি অর্শদিপ-সিরাজ খেলতে না পারেন, বাধ্য হয়ে খেলানো হতে পারে বুমরাহকে। যদিও সিরিজ শুরুর আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বারবার জানিয়েছে, বুমরাহকে চোট থেকে বাঁচিয়ে রাখতে দুই টেস্টের বেশি খেলানো হবে না।

আজকালের খবর/ এমকে                     








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের উত্তাল ঢাকা সিটি কলেজ
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ৪৭৫ জন
ঢাকায় স্পেসএক্স প্রতিনিধিদল
কূটনীতিকদের অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন
ভারতের বিহারে ভয়াবহ বজ্রপাত, ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেশবন্ধু গ্রুপের উৎপাদিত পণ্য রপ্তানি হচ্ছে বিশ্বের ৪০ দেশে
বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে যা বলছে ভারত
এনসিপির ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ
বিএনপির নেতাকে মালা পরানো সেই পুলিশ কর্মকর্তাকে গোপালগঞ্জে বদলি
সমাবেশে নেতাকর্মী আনতে ট্রেন ভাড়া করেছে জামায়াত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft