
আর্জেন্টিনার জাতীয় দলের মাঝমাঠের প্রাণভোমরা রদ্রিগো ডি পল যাচ্ছেন ইন্টার মায়ামিতে, যেখানে তার পুরোনো বন্ধু ও সতীর্থ লিওনেল মেসি অপেক্ষায় আছেন নতুন এক জুটি গড়ার।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস নিশ্চিত করেছে, ডি পল চার বছরের চুক্তিতে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন। অর্থাৎ, আগামী বিশ্বকাপ পর্যন্ত তিনি থাকবেন মায়ামিতে। অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে তার চুক্তি চলছিল ২০২৬ সালের জুন পর্যন্ত; কিন্তু তিনি এবার প্রাক-মৌসুম অনুশীলনে না গিয়ে এখনই যুক্তরাষ্ট্রের পথে রওনা হচ্ছেন।
৩১ বছর বয়সী ডি পলের এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ। যুক্তরাষ্ট্রে বসবাসের ইচ্ছা ছিলই, তাতে বাড়তি মাত্রা যোগ করেছে মেসির উপস্থিতি, সঙ্গে লুইস সুয়ারেজ, জর্দি আলবা, সার্জিও বুসকেটসের মতো বন্ধুদের থাকা। এটাই তাকে ইউরোপ ছেড়ে টেনে এনেছে উত্তর আমেরিকার ফুটবলে।
যদিও অ্যাতলেটিকোতে তিনি এখনো ছিলেন ডিয়েগো সিমেওনের প্রথম একাদশে অপরিহার্য, তবুও পেশাদার সিদ্ধান্ত নিয়েছেন ভিন্ন পথে হাঁটার।
ডি পলের রিলিজ ক্লজ ছিল প্রায় ১৫ মিলিয়ন ইউরো, তবে শোনা যাচ্ছে ইন্টার মায়ামি সেই পরিমাণ দিতে নারাজ ছিল। শেষমেশ আলোচনার মাধ্যমে কম অর্থেই সম্পন্ন হয়েছে চুক্তি, যদিও সুনির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হয়নি।
২০১৪ সালে যে রেসিং ক্লাবে তার ক্যারিয়ার শুরু হয়েছিল, তারা ফেরানোর চেষ্টাও করেছিল। কিন্তু এখনই নয়, সম্ভাবনা খোলা থাকল ২০২৬ বিশ্বকাপের পরের জন্য।
অল্প কিছুদিন আগেও ডি পলের কাছে ছিল সৌদি আরবের লোভনীয় প্রস্তাব, যেটি কোচিং স্টাফের অনুমোদনও পেয়েছিল। কিন্তু সবকিছু বিবেচনায় নিয়ে তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিযোগিতা, ব্যক্তিগত জীবনযাপন ও বন্ধুত্ব—এই তিনের ভারসাম্য খুঁজে পেয়েছেন মায়ামিতে।
মেসি ও ডি পল, একই ক্লাবে, একই মাঠে—কেবল জাতীয় দলের সাফল্য নয়, এবার ক্লাব পর্যায়েও সেই ‘আর্জেন্টাইন সিম্ফনি’ বাজাতে প্রস্তুত ইন্টার মায়ামি।
আজকালের খবর/বিএস