সীমান্তে মাইন বিস্ফোরণে শরীর থেকে যুবকের পা বিচ্ছিন্ন
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৭:৪৭ পিএম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের একটি পা বিচ্ছিন্ন হয়েছে। রবিবার (১৩ জুলাই) বেলা ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাশরুরুল হক।

আহত মোহাম্মদ হোসেন (৩৩) উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার বাঁচা মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাশরুরুল হক বলেন, সকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে নিকুছড়ি এলাকার বনে মোহাম্মদ হোসেনসহ আরও ২/৩ জন বাঁশ কাটতে যান। এক পর্যায়ে তারা ওই এলাকার ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি মিয়ানমার অভ্যন্তরে ঢুকে পড়েন। এ সময় আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ হোসেনের বাম পায়ের গোড়ালি হাঁটু পর্যন্ত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। 

ওসি বলেন, ঘটনাস্থলে সঙ্গে থাকা উপস্থিত লোকজন মোহাম্মদ হোসনকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে। এ সময় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। এই নিয়ে গত এক মাসে একই সীমান্ত এলাকায় অন্তত ৯ জনের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। 

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন
১৪ বছর পূর্তিতে গাজীপুর প্রেস ক্লাবে মাছরাঙ্গা টেলিভিশনের আলোচনাসভা ও বৃক্ষরোপণ
সেই রাজ্জাকের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার: ডিএমপি
চট্টগ্রাম খুলশীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় জিডি
এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডিমলায় মিনি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে কোটি টাকার মালামাল ভষ্মীভূত
গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে: প্রধান উপদেষ্টা
চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গিয়াস কাদেরের পদ স্থগিত
যৌথ কৃষি গবেষণায় অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ আফ্রিকান প্রতিনিধিদলের
জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জরুরি সংস্কার চায় বিএনপি: ফখরুল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft