প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৭:৩৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার (১৩ জুলাই) দলটি আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম প্রকাশ করে।
ঘোষিত প্রার্থীরা হলেন-
মাদারীপুর-১ (শিবচর): মাওলানা আকরাম হোসাইন।
মাদারীপুর-২ (সদর ও রাজৈর): মাওলানা লোকমান হোসেন জাফরী।
মাদারীপুর-৩ (কালকিনি ও ডাসার): মাওলানা এস. এম. আজিজুল হক।
দলীয় নেতারা জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনসম্পৃক্ত, সৎ ও আদর্শনির্ভর নেতৃত্ব গঠনের লক্ষ্যেই এই প্রার্থী তালিকা প্রণয়ন করেছে। প্রার্থীদের মধ্যে সবাই স্থানীয়ভাবে পরিচিত মুখ এবং দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে জড়িত।
নেতারা আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি জনগণ ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক নেতৃত্বের পক্ষে রায় দেবে। দেশের রাজনীতিতে শুদ্ধতার নতুন ধারা তৈরি করতেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।’
আজকালের খবর/ওআর