সৈয়দপুর বিমানবন্দরে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
মব ভায়োলেন্স ও রাষ্ট্র একসঙ্গে থাকতে পারে না
রংপুর ব্যুরো
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৫:২৩ পিএম
সৈয়দপুর বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংস্কার প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। যেহেতু জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না, তাই এই প্রক্রিয়াটি পূর্ণাঙ্গ বলা যায়না। জাতীয় পার্টির চেয়ারম্যান বিভিন্নভাবে সংস্কার বিষয়ে প্রস্তাব দিয়েছেন, তার মধ্যে কিছু কিছু গ্রহণ করা হচ্ছে। যেভাবে মব, সন্ত্রাস ও প্রকাশ্যে মানুষ পিটিয়ে মারা হচ্ছে তাতে মনে হচ্ছেনা সরকার নির্বাচনের ব্যাপারে অনুকুল পরিবেশ সৃষ্টি করছে। আমরা বিশ্বাস করি, মব ভায়োলেন্স ও রাষ্ট্র একসঙ্গে থাকতে পারে না। সরকারকে মব নিয়ন্ত্রণ করতে হবে, নির্মূল করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড ও নির্বাচনের অন্তর্ভূক্তিমূলক পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা মনে করছি, সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না। 

প্রকাশ্য দিবালোকে মানুষ পিটিয়ে হত্যার বিষয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, এটি দলীয় নয়, ব্যক্তিগত অপরাধ। দলের কেউ করলে, দলের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা থাকতে হবে। ভবিষ্যতে যাতে মব ভায়োলেন্স সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।

রবিবার (১৩ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে সৈয়দপুর বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা দিয়েছে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা। এ সময় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। 

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা জাতীয় পার্টিকে রক্ষা করবো। তৃণমূলের মতামতের ভিত্তিতেই চলবে জাতীয় পার্টি। জাতীয় পার্টি জেগে উঠেছে, আগামী দিনে জাতীয় পার্টি দেশ পরিচালনার দায়িত্ব পাবে। 

নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, এখনো সময় হয়নি, প্রেসিডিয়ামে আলোচনা করেই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকা না থাকার উপরে নির্ভর করবে আমাদের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত। 

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমান রাজাকার প্রতিষ্ঠা করে গেছেন: ফয়জুল করীম
বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি ভারত-যুক্তরাষ্ট্র: ট্রাম্প
আজ বিনামূল্যে এক জিবি ইন্টারনেট পাবেন যেভাবে
গোপালগঞ্জে গুলিবিদ্ধ রমজান মুন্সী মারা গেছেন
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৪ ফিলিস্তিনি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেশবন্ধু গ্রুপের উৎপাদিত পণ্য রপ্তানি হচ্ছে বিশ্বের ৪০ দেশে
১৮ জুলাই, ২০২৪: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, সারাদেশে নিহত ৩১
বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে যা বলছে ভারত
এনসিপির ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ
গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের প্রতিবেদন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft