জুলাই শহীদদের স্মরণে গাজীপুরে বৃক্ষরোপণ করা হবে: কৃষক দল নেতা আতাউর
মাজহারুল ইসলাম (কাঞ্চন), গাজীপুর
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১১:৪৪ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক আতাউর রহমান এক মতবিনিময় সভায় বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, খুন হয়েছেন, তাদের স্মরণে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি। তিনি জানান, এ মাসের ২০ জুলাই শহীদদের স্মরণে গাজীপুর মহানগর কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শনিবার (১২ জুলাই) বিকেলে গাজীপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে গাজীপুর মহানগর কৃষক দল কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা এ দেশের জন্য জীবন দিয়েছেন, দিবালোকে গুলি খেয়ে শহীদ হয়েছেন, আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি। তাদের স্মরণে এবং দেশের মাটিকে সবুজ রাখার প্রতীকী উদ্যোগ হিসেবে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি।

আতাউর রহমান আরও বলেন, এই দেশের বীর শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা সেই শহীদদের ঋণ শোধ করতে না পারলেও, তাদের স্মরণে দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা দেশের সংকটে রাজপথে থাকব এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনব। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সবসময় কৃষকের অধিকার আদায়ে সংগ্রামে ছিল, আছে এবং থাকবে। আমাদের সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে কৃষকের কণ্ঠস্বরকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে মানুষের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছিল ওই আওয়ামী ফ্যাসিস্ট সরকার। খুন-গুম, মিথ্যা মামলা ও ফ্যাসিবাদের মাধ্যমে দুঃশাসন কায়েম করেছিল এদেশে। ওই ফ্যাসিস্ট সরকারের প্রধানকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। শহীদদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম পথ হচ্ছে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহানগর কৃষক দলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম নিপু বলেন, কৃষক দল গাজীপুর মহানগরে ইতোমধ্যে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠেছে। প্রতিটি ওয়ার্ডে ও থানায় সংগঠনকে সুসংগঠিত করা হচ্ছে। আমাদের লক্ষ্য একটাই দেশনেত্রী খালেদা জিয়া ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করা। তাদের হাতকে শক্তিশালী করতে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। ২০ জুলাই সকাল ১১টায় গাজীপুর মহানগরের নির্ধারিত স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়াও গাজীপুরে শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে পুনর্বাসনসহ সার্বিক সহযোগিতা করা হবে।

মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন তারেক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। আমরা রাজপথে থাকব, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাব। গাজীপুর মহানগরসহ গাজীপুরে কৃষক দল সংগঠিত হচ্ছে। ধানের শীষের বিজয় হবেই। ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়।

তিনি আরো বলেন, ওই ফ্যাসিস্টের দোসররা এখনও নানাভাবে দেশের স্থিতিশীল পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের প্রকৃত শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচনই একমাত্র সমাধান।

জানা গেছে, গাজীপুর মহানগর কৃষক দলের পক্ষ থেকে ২০ জুলাইয়ের কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করতে মহানগরের প্রতিটি ওয়ার্ড ও থানার নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে। ওই কর্মসূচি শুধু বৃক্ষরোপণ নয়, এটি একটি প্রতীকী শপথ-শহীদদের রক্তকে মর্যাদা দিয়ে, গণতন্ত্র ফিরিয়ে আনতে।

মতবিনিময় সভায় গাজীপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম নিপুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইজ উদ্দিন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন
১৪ বছর পূর্তিতে গাজীপুর প্রেস ক্লাবে মাছরাঙ্গা টেলিভিশনের আলোচনাসভা ও বৃক্ষরোপণ
সেই রাজ্জাকের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার: ডিএমপি
চট্টগ্রাম খুলশীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় জিডি
এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডিমলায় মিনি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে কোটি টাকার মালামাল ভষ্মীভূত
গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে: প্রধান উপদেষ্টা
চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গিয়াস কাদেরের পদ স্থগিত
যৌথ কৃষি গবেষণায় অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ আফ্রিকান প্রতিনিধিদলের
জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জরুরি সংস্কার চায় বিএনপি: ফখরুল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft