উখিয়ায় ইউপি সদস্য ও যুবলীগ নেতা হত্যাকাণ্ড: ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের
আবদুল্লাহ আল আজিজ, উখিয়া
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৬:৪৩ পিএম
কক্সবাজারের উখিয়ায় ইউপি সদস্য কামাল হোসেনকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় অবশেষে ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার।

বৃহস্পতিবার (১০ জুলাই) নিহত কামালের ভাই শাহাব উদ্দিন বাদী হয়ে উখিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৬ জনকে। নাম উল্লেখ থাকা সকলেই ২০১৯ সালের ২৭ জুলাই হত্যার শিকার নিহতের অপর ভাই জসিম উদ্দিন হত্যা মামলার আসামি।

অভিযুক্তরা হলেন, আবদুর রহিম, তোফাইল আহমদ, জুহুর আহমদ চৌধুরী, শরিফুল হক সাগর, জহির আহমদ, নুরুল বশর, মোহাম্মদ রিদোয়ান, শরিফুল হক নাহিদ। অভিযুক্তরা সকলেই মনখালী এলাকার বাসিন্দা।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত ৮ জুলাই জালিয়াপালং ইউনিয়নের মনখালীর একটি ছরা থেকে কামালের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও একইসঙ্গে যুবলীগের স্থানীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত কামাল হোসেন ৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন দুপুরে স্থানীয়রা মনখালী খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ এসে ইউপি সদস্য কামালের মরদেহ উদ্ধার করে।

পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে অপহরণ করে শ্বাসরোধ ও গলা ভেঙে হত্যা করা হয়েছে। এর পেছনে পূর্ব বিরোধ ও রাজনৈতিক শত্রুতা কাজ করেছে বলে তাদের অভিযোগ।

নিহতের ভাই শাহাব উদ্দিন বলেন, “আমার ভাই কোনো অপরাধ করেনি। সে সাধারণ মানুষের জন্য কাজ করত। এই হত্যাকাণ্ড একদম পরিকল্পিত। আমরা তার ন্যায়বিচার চাই।  দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বলেন,“মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।”

এদিকে, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন
১৪ বছর পূর্তিতে গাজীপুর প্রেস ক্লাবে মাছরাঙ্গা টেলিভিশনের আলোচনাসভা ও বৃক্ষরোপণ
সেই রাজ্জাকের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার: ডিএমপি
চট্টগ্রাম খুলশীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় জিডি
এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডিমলায় মিনি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে কোটি টাকার মালামাল ভষ্মীভূত
গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে: প্রধান উপদেষ্টা
চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গিয়াস কাদেরের পদ স্থগিত
যৌথ কৃষি গবেষণায় অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ আফ্রিকান প্রতিনিধিদলের
জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জরুরি সংস্কার চায় বিএনপি: ফখরুল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft