মিডফোর্ডে নির্মম হত্যাকাণ্ড ও দেশজুড়ে মব সন্ত্রাসের প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ
মো. আমির হোসেন, মুন্সীগঞ্জ
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৫:৩৩ পিএম
রাজধানীতে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ীকে নির্মম হত্যাকাণ্ডের ঘটনায়,জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মুন্সিগঞ্জে বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র জনতা।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে প্রথমে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

পরে নির্মম এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বের করা হয় বিক্ষোভ মিছিল। এরপর শহীদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে,চাঁদাবাজের ঠিকানা,এ বাংলায় হবে না সহ বিভিন্ন প্রতিবাদ মুখর স্লোগান দেন বিক্ষোভকারীরা।

কর্মসূচিতে,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ ও ইসলামি যুব আন্দোলন মুন্সীগঞ্জ এর ব্যানারে অংশনেয় অন্তত দেড় শতাধিক বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সদস্যরা সহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ।

এ সময়,দেশব্যাপী চাঁদাবাজি,সন্ত্রাসী কর্মকান্ড ও বিচারবর্হিভুত হত্যা সহ 'মব' পরিস্থিতি তৈরীর বিরুদ্ধে,তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

পাশাপাশি শীঘ্রই ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া না হলে, আগামীতে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে,হুঁশিয়ারি দেয়া হয় বিক্ষোভ কর্মসূচি থেকে।

এরআগে,মানববন্ধনে বক্তারা জানান,সাম্প্রতিক সময়ে দেশজুড়ে হত্যা,গুম, বিচারবহির্ভূত হত্যা ও মব তৈরির মত লাগাতার ঘটনায় প্রতিবাদে ডাক দেয়া হয়েছে এমন কর্মসূচির। 

এতে নির্মম ভাবে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনা দেশবাসীর বিবেকে নাড়া দিয়েছে উল্লেখ করে,দ্রুত সময়ের মধ্যে জড়িতদের বিচার নিশ্চিত করার তাগিদ দেয়া হয়।

মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন,রাজধানী থেকে শুরু করে গ্রাম-গঞ্জ পর্যন্ত দেশের নানা প্রান্তে প্রতিনিয়ত খুন,গুম ও গণপিটুনির মতো ভয়াবহ ঘটনা ঘটছে। বিশেষভাবে আলোচিত হয় সম্প্রতি মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার হৃদয়বিদারক ঘটনা খুব তৈরি মানুষের মাঝে।

তাদের অভিযোগ, সম্প্রতি হওয়া এসব ঘটনার পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবই মূল কারণ। দোষীরা বিচার ও শাস্তির বাইরে থেকে যাওয়ায় অপরাধের হার বেড়েই চলেছে। ফলে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা। ফলে দেশজুড়ে ঘটে যাওয়া সকল ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা দাবি জানানো হয়।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
জুলাইয়ের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ডলার
কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে টঙ্গীতে মানববন্ধন
‘জনগণের কাছে যার বাস্তব মূল্য নেই, এমন প্রস্তাবে সই করে লাভ কী’
ফ্যাসিবাদীরা রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নিতে ওঁৎ পেতে আছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জরুরি সংস্কার চায় বিএনপি: ফখরুল
বিশ্বনাথের সুমেল হত্যা মামলায় যুক্তরাজ্য প্রবাসীসহ ৮ জনের মৃত্যুদণ্ড
তিস্তার পানি কমছে, নদীপাড়ে স্বস্তি
গাজীপুর সিটির হাড়িনাল এলাকায় সড়কের বেহাল দশা, দুর্ভোগে নগরবাসী
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সুপারিশ জমা দিলো কারিগরি কমিটি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft