প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২:৩৬ পিএম

‘আমার দেখা অত্যন্ত ভদ্র এবং ভালো মানুষ আমাদের ডিপজল ভাই। তার নামে মিথ্যা বানোয়াট এসব অপপ্রচার বন্ধ করা হোক-’ ডিপজলকে নিয়ে দেওয়া একটি পোস্টে এমনটাই মন্তব্য করেছেন ঢালিউড সিনেমার অ্যাকশন কুইন মুনমুন।
জানা গেছে, চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুজনের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার এক আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাশিদা আক্তার (৩৫) বাদী হয়ে এই মামলার আবেদন করেন। পরে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দিয়েছেন।
এ নিয়ে ফুঁসে উঠেছে শোবিজ অঙ্গন। সহকর্মী ডিপজলের নামে ভিত্তিহীন মামলা হয়েছে উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই স্ট্যাটাস দিয়েছেন নায়িকা মুনমুন।
ফেসবুকে দেয়া এক স্টাটাসে তিনি লিখনে, আমার দেখা অত্যন্ত ভদ্র এবং ভালো মানুষ আমাদের ডিপজল ভাই। তার নামে মিথ্যা বানোয়াট এসব অপপ্রচার বন্ধ করা হোক। আমাদের চলচ্চিত্রের সকল নারী শিল্পীর প্রতি ভাইয়া সব সময়ই আন্তরিক ছিলেন এবং সব সময়ই বিপদে আপদে সাহায্য সহযোগিতা করেছেন।
তিনি আরও বলেন, আমি অবাক হয়ে গেলাম তার নামে এই মিথ্যা অপপ্রচার দেখে!! ওই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত এটা আমাদের শিল্পী সমাজের দাবী।
আজকালের খবর/আতে