শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৭:৫৫ পিএম
তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে ইতোমধ্যে টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থ হয়েছে টাইগাররা। এবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নেমেছে লিটন বাহিনী। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস।

এই ম্যাচে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে আসন্ন টি-২০ সিরিজের আগে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস অকপটে স্বীকার করেছেন যে তার দল শ্রীলঙ্কার তুলনায় পিছিয়ে আছে। নিজের ব্যক্তিগত অফ ফর্ম নিয়েও তিনি উদ্বিগ্ন, তবে দ্রুত ছন্দে ফিরে আসার চেষ্টা করছেন। ওয়ানডে সিরিজ শেষে পুরো দল মাত্র এক সেশন অনুশীলন করেছে, যেটাতে লিটনসহ বেশিরভাগ সিনিয়র ক্রিকেটার অংশগ্রহণ করেননি। সেই অনুশীলনে নতুন চার ক্রিকেটার এবং রিশাদ হোসেন ও নাঈম শেখ ছিলেন।

শ্রীলঙ্কার মাটিতে এখন পর্যন্ত পাঁচটি টি-২০ ম্যাচে বাংলাদেশ তিনটিতে জয় পেয়েছে। তবে দুই দলের মোট ১৭টি টি-২০ লড়াইয়ে শ্রীলঙ্কার জয় ১১টি, বাংলাদেশ ৬টি। ২০২৪ সালের পর থেকে বাংলাদেশ কোনো আন্তর্জাতিক সিরিজ জিততে পারেনি, আরব আমিরাতের কাছে সিরিজ হার এবং পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের পর দল চাপে আছে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক),তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন,নাইম শেখ, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথা আসালঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহিশ তিকসানা, নুয়ান তুষারা ও বিনুরা ফার্নান্দো।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়াকে সাজা দেওয়া সেই বিচারকের পদত্যাগ
রাকসু নির্বাচন ঘিরে দফায় দফায় সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
আগামীকাল সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
বরগুনায় জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দামুড়হুদায় ইজিবাইক-আলমসাধু সংঘর্ষে মুয়াজ্জিন নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লাইট হাউজের বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত
দিয়ামনি ই-কমিউনিকেশন স্টার এ্যাওয়ার্ড অনুষ্ঠিত
নুরুল হক নূরের ওপর হামলা: বাংলাদেশের গণতন্ত্রের প্রতি আঘাত
নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১২ কোটি টাকা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft