প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৭:১৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল, জোড়গাছা ইউনিয়ন শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুর ১২টায় সোনাতলা উপজেলা ও পৌর শাখার কার্যালয়, তিনমাথা মোড়ে আয়োজিত এক আলোচনা সভায় এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের প্রজন্ম দল পৌর শাখার সভাপতি শাহনেওয়াজ নয়ন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উপজেলা শাখার সভাপতি এস.এম. হেলাল আহম্মেদ (হেলাল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর শাখার সাধারণ সম্পাদক জাহিনুর ইসলাম, উপজেলা সহ-সভাপতি পাভেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল হাসান ও রঞ্জু মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মুক্তিযুদ্ধের প্রজন্ম দল জোড়গাছা ইউনিয়ন আহ্বায়ক কমিটিতে মো. আব্দুর রহিমকে আহবায়ক করে ৩১ বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন- মো. আরিফ মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. বাইজীদ মোস্তামী (সবুজ), যুগ্ম আহ্বায়ক মো. জাহেদুল ডাক্তার, যুগ্ম আহ্বায় মো. ছাইফুল ইসলাম (ভুট্টা), যুগ্ম আহ্বায়ক মো. কাওছার হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. ফুল বাবু, যুগ্ম আহ্বায়ক মো. হেলাল মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. রিপন মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. হিমন মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. হামিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, যুগ্ম আহ্বায়ক মোছা. শাপলা বেগম, যুগ্ম আহ্বায়ক লাজু মিয়া, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম।
এই কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল, সোনাতলা উপজেলা শাখার সভাপতি এস.এম. হেলাল আহম্মেদ (হেলাল)-এর স্বাক্ষরে আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করে।
আহ্বায়ক কমিটিকে আগামী ৪০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
আজকালের খবর/বিএস