‘ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে বিষপানে কিশোরীর আত্মহত্যা
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৬:৫০ পিএম
‘ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে বিষপান করার ১৫ দিন পর মারা গেছে ১৪ বছর বয়সী এক কিশোরী। শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২১ জুন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী।

বোচাগঞ্জ থানার মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলপড়ুয়া ওই কিশোরী দাদার বাড়িতে দাদির সঙ্গে থাকতো। প্রতিবেশী দাদা মোসলেম উদ্দিন (৫৮) দীর্ঘদিন থেকে বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে ও ভয়ভীতি প্রদর্শন করে ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে আসছিল।

বিষয়টি জানাজানি হলে লোকলজ্জার ভয়ে গত ২১ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

অবশেষে ১৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার দিবাগত রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে মেয়েটি।  

এ বিষয়ে ওই কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় বোচাগঞ্জ থানায় গত ৩০ জুন একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই বোচাগঞ্জ থানা পুলিশ ধর্ষণের অভিযোগে মোসলেম উদ্দীনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আজকের আবহাওয়া কেমন থাকবে
জিয়াউর রহমান রাজাকার প্রতিষ্ঠা করে গেছেন: ফয়জুল করীম
বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি ভারত-যুক্তরাষ্ট্র: ট্রাম্প
আজ বিনামূল্যে এক জিবি ইন্টারনেট পাবেন যেভাবে
গোপালগঞ্জে গুলিবিদ্ধ রমজান মুন্সী মারা গেছেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেশবন্ধু গ্রুপের উৎপাদিত পণ্য রপ্তানি হচ্ছে বিশ্বের ৪০ দেশে
১৮ জুলাই, ২০২৪: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, সারাদেশে নিহত ৩১
বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে যা বলছে ভারত
এনসিপির ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ
গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের প্রতিবেদন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft