আইনের শাসন ও মানবাধিকারের প্রশ্নে নিহতের পাশে দাঁড়ালেন শিশির মনির
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৭:৩৬ পিএম
সুনামগঞ্জের দিরাইয়ে অস্ত্র উদ্ধারে যৌথবাহিনির অভিযানকালে গুলিতে নিহত আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শুক্রবার (৪ জুলাই) বিকেলে তিনি দিরাই উপজেলার কুলঞ্জ  ইউনিয়নের তারাপাশা গ্রামে নিহতের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে দেখা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে গত ২ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও তার পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে স্বরাষ্ট্রসচিব, আইজিপি, সেনাবাহিনীসহ ৭ জনকে আইনি নোটিশ পাঠান অ্যাডভোকেট শিশির মনির।

আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলার সময় শিশির মনির বলেন, ‘এটি শুধু একটি পরিবারের নয়, বরং সমগ্র সমাজের ন্যায়বিচার ও মানবাধিকারের প্রশ্ন। আইনবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা নীরব থাকতে পারি না। ন্যায়বিচার নিশ্চিত করতে সবধরনের আইনি সহায়তা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, রাষ্ট্র যদি নিজ নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আইনের শাসন ও মানবাধিকার প্রশ্নবিদ্ধ হয়।

এ সময় নিহত আবু সাঈদের মা, স্ত্রী ও সন্তানরা কান্নায় ভেঙে পড়েন। শিশির মনির তাদের সান্ত্বনা দেন এবং আশ্বাস দেন, এই ঘটনার নিরপেক্ষ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি পরিবারের পাশে থাকবেন।

উল্লেখ্য, গত ২২ জুন রাতে দিরাই উপজেলার তারাপশা গ্রামে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে।এসময় আসামীরা পাশের গ্রাম জগন্নাথপুর উপজেলার গাদিয়ালা গ্রামে অবস্থান করলে সেখানেও যৌথবাহিনি অভিযান চালায়।তখন গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইলেকট্রিশিয়ান আবু সাঈদ (৩০)। স্থানীয়দের দাবি, তিনি নিরীহ ছিলেন এবং হত্যাকাণ্ডটি প্রশ্নবিদ্ধ। এ ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

আইনজীবী শিশির মনিরের এ ধরনের পদক্ষেপ দিরাই অঞ্চলে মানবাধিকার সচেতনতার নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকেই।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
জুলাইয়ের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ডলার
কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে টঙ্গীতে মানববন্ধন
‘জনগণের কাছে যার বাস্তব মূল্য নেই, এমন প্রস্তাবে সই করে লাভ কী’
ফ্যাসিবাদীরা রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নিতে ওঁৎ পেতে আছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জরুরি সংস্কার চায় বিএনপি: ফখরুল
বিশ্বনাথের সুমেল হত্যা মামলায় যুক্তরাজ্য প্রবাসীসহ ৮ জনের মৃত্যুদণ্ড
তিস্তার পানি কমছে, নদীপাড়ে স্বস্তি
গাজীপুর সিটির হাড়িনাল এলাকায় সড়কের বেহাল দশা, দুর্ভোগে নগরবাসী
সাংবাদিক মুন্নী সাহাকে দুদকে জিজ্ঞাসাবাদ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft