বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
সড়কের কাজ নিম্নমানের, তাই কাজ বন্ধ করে দিলেন হাসনাত
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৮:০৬ পিএম
কুমিল্লার দেবীদ্বারে এলজিইডির একটি সড়কের কার্পেটিং এর কাজ নিম্নমানের হওয়ায় কাজটি বন্ধ করে দিয়েছে এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। সোমবার (২২ জুন) বিকেল ৫টায় হাসনাত আব্দুল্লাহ তার নিজ এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয়দের অভিযোগ পেয়ে তিনি সড়কটি পরিদর্শনে যান। 

এ সড়কটি উপজেলা সদরের সুবিল, ফতেহাবাদ, রসুলপর ইউনিয়নের প্রায় ২০ গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম সড়ক। দীর্ঘদিন কাজটি সম্পন্ন না করায় জনদুর্ভোগ ছিল সীমাহীন। সদ্য কার্পেটিং করা সড়কের পিচগুলো তিনি নিজেই হাতের আঙ্গুলে তুলে ফেলেন। সড়কের কাজ নিন্মমানের অভিযোগ এনে সড়কের কাজ বন্ধ করে দিতে উপজেলা প্রকৌশলীকে বলেন। 

সংবাদ পেয়ে উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার ঘটনাস্থলে যান। সেখানে এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলেন এবং কাজটি দ্রুত সম্পন্ন করবেন বলে তিনি জানান।
  
উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার জানান, প্রায় ৫ বছর পূর্বে অর্থাৎ ২০১৮ সালে রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর থেকে সুবিল ইউনিয়নের বুড়িরপাড় বাজার পর্যন্ত প্রায় ২ হাজার মিটার সড়কের কাজ পায়, ‘মেসার্স আরতার অ্যান্ড ইয়েষ্টেড ইন্টারন্যাশনাল’ কোং লিঃ। এ কাজের তৎকালীন প্রাক্কলন ব্যায় ধরা হয়েছিল প্রায় সোয়া ২ কোটি টাকা। বর্তমান বাজার মূল্যে কাজটি করতে ঠিকাদার আপত্তি করলেও চাপের মুখে কার্পেটিং এর কাজ শুরু করেন। ওই কাজটি করেন সুবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের সরকার (সুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি)। তৎকালীন করোনাকালীন সময় হওয়ায় মেকাডন করার পর ৪ বছরেও আর কার্পেটিং করা হয়নি। দির্ঘদিন কাজটি পড়েছিল। বর্তমান সরকারের আমলে গত মে মাসে আবু তাহের সরকার কার্পেটিং এর কাজ ধরেন। আজ সোমবার বিকেলে এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন কালে কার্পেটিং নিয়ে আপত্তি করেন। এ প্রেক্ষিতে চলতি অর্থ বছরে কাজটি সম্পন্ন না হলে আগামী বাজেটে কাজটি করতে হবে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আজ শপথ নেবেন বিজিবির ৬৯৪ সৈনিক
নোয়াখালীতে পানিবন্দি প্রায় ৬৪ হাজার পরিবার, প্রস্তুত ৪৬৬টি আশ্রয়কেন্দ্র
বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ৩ ও আহত ২৫
ফেনীতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, নেই বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক
দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি না পাওয়ায় স্বামীকে ডিভোর্স, থানায় অভিযোগ
গোমতী নদীর পানিবৃদ্ধি ও বিপদসীমার আশঙ্কা: কুমিল্লায় জরুরি সতর্কতা জারি
খালিয়াজুরীতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হলেও নেই কার্যক্রম
অভিনেত্রী আনোয়ারার সঙ্গে দিয়ামনি ই-কমিউনিকেশনের সৌজন্য সাক্ষাৎ
সন্ধ্যার মধ্যে ছয় অঞ্চলে ঝড়ের আভাস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft