মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে প্রতীকী নাটক
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৮:২৮ পিএম
ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে উপজীব্য করে শুক্রবার সন্ধ্যা ৭ টায় জাতীয় নাট্যশালার মূল মিলানায়তনে উদ্বোধনী মঞ্চায়ন হলো নাটক ‘দেয়াল জানে সব’। এটি প্রযোজনা করেছে নাট্যদল স্পন্দন থিয়েটার সার্কেল। সংস্কৃতি বিষয়ক মণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এর মঞ্চায়ন হয়েছে।

এই আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। স্বাগত বক্তব্য দেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির।
নাটকটির কাহিনির কেন্দ্রে রয়েছে এক নীরব চরিত্র- ‘দেয়াল’। সে দেখছে সব, জানে সব। তার চোখের সামনে রিকশাচালক রহিমুদ্দিনের মৃত্যু, বিশ্ববিদ্যালয় ছাত্র রুদ্র প্রাণচাঞ্চল্য ম্লান হয়ে যাওয়া, গার্মেন্টসকর্মী আসমার স্বপ্নভঙ্গ, শিশু রাফির নির্মম বিদায় আর হাসপাতালের করুণ চিত্র- সবই ফুটে উঠেছে প্রতীকী কফিনের মাধ্যমে। 

স্পন্দন থিয়েটার সার্কেল-এর নতুন প্রযোজনা ‘দেয়াল জানে সব’ সমকালীন বাস্তবতার গর্ভে জন্ম নেয়া একটি নাটক। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন শাকিল আহমেদ সনেট। নাটকটি সম্পর্কে নির্দেশক বলেন ‘এই নাটকটি আমার কাছে কেবল পাঁচটি মৃত্যু, পাঁচটি কফিনের গল্প নয়; এটি একটি ক্ষয়ে যাওয়া সমাজের, ভাঙা স্বপ্নের, জর্জরিত বিশ্বাসের, তবু না হারা আশার প্রতিচ্ছবি। এ নাটকে আমি চেয়েছি এক অদৃশ্য কালরেখা টেনে দিতে, যেখানে বাস্তবতা ও বিমূর্ততা একাকার হয়ে যায়। যেখানে দর্শক দেখবে মৃত্যুর মুখ, আবার শুনবে জীবনের গান। যেখানে কফিনের নৈঃশব্দ্য ছাপিয়ে উঠবে জন্মের স্পন্দন। এই প্রয়াস উৎসর্গ তাদের জন্য, যারা হারিয়ে গিয়েও ফিরে আসে প্রতিটি বিপ্লবের ভোরে।’

মঞ্চসজ্জা, আবহসঙ্গীত, আলো ও ছায়ার খেলায় দর্শক এক অন্তর্গত বাস্তবতার ভেতর প্রবেশ করেন-যেখানে সময় নেই, স্থান নেই, শুধু কালের দেয়ালে লেখা বিস্মৃত মানুষের আর্তনাদ। নাটকটিতে ব্যবহৃত হয়েছে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক সংলাপ, জীবনঘনিষ্ঠ দৃশ্য নির্মাণ, আধুনিক আলোক পরিকল্পনা ও বিমূর্ত কোরিওগ্রাফি। নাটকের আবহসঙ্গীতে ব্যবহার করা হয়েছে হারমোনিয়াম, বাঁশি ও হুইসেলের বিমূর্ত শব্দ যা কফিনের স্তব্ধতা আর দেয়ালের নীরবতা মিলিয়ে এক অন্তর্জাগতিক শূন্যতার অনুভূতি সৃষ্টি করে।

]নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতাদিত্য বড়ুয়া, জয়ন্ত ত্রিপুরা, আকাশ মিয়া, নুসরাত জাহান, কৃষ্ণ চন্দ্র বর্মণ, নারিন আফরোজ লিনসা প্রমুখ। সেট ও প্রপস পরিকল্পনায় ছিলেন উৎপল নীল, সুর ও সংগীতে অর্পা খন্দকার চাঁদনী, পোশাক পরিকল্পনায় শাকিল আহমেদ সনেট ও উৎপল নীল, কোরিওগ্রাফিতে কৃষ্ণ ও জয়ন্ত এবং আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস। আজ ২০ জুন সন্ধ্যা ৭ টায় জাতীয় নাট্যশালার মূল মিলানায়তনে একই নাটকের দ্বিতীয় প্রদর্শনী হবে। নাট্য প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রাজধানীতে পথশিশু ধর্ষণের শিকার, হাসপাতালে ভর্তি
ঘুষ নেওয়ার অভিযোগে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত
এই সম্মান মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে: আনোয়ারা
৯৬ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিজ হাতে আইন তুলে নেয়ার অধিকার কারো নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় পর্যায়ের আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মমিনুর রশীদ, মহাসচিব কামরুল ইসলাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০
এরশাদের স্মরণসভায় একমঞ্চে পাঁচ অংশের নেতারা, জাপা গড়ার প্রতিশ্রুতি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft