সোমবার ১৪ জুলাই ২০২৫
জুলাই অভ্যুত্থানের শহীদদের নামে হল নামকরণের প্রস্তাব শিবিরের
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৫:০৪ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলের পুনঃনামকরণে ‘জাতীয় ইতিহাস, আত্মত্যাগ ও ছাত্র-জনতার সংগ্রামের স্মৃতি অম্লান রাখতে’ আন্দোলনকারী শহীদদের নামে নামকরণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তাবনা আহ্বানের প্রেক্ষিতে শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব এবং সেক্রেটারি মো. মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রস্তাবনা পেশ করা হয়।

প্রস্তাবিত নামগুলো হলো যথাক্রমে- ১০ নং (ছাত্র) হলের নাম ‘শের-এ-বাংলা এ.কে. ফজলুল হক হল’, ২১ নং (ছাত্র) হলের নাম ‘শহীদ শ্রাবণ গাজী হল’ অথবা ‘শহীদ আসহাবুল ইয়ামিন হল’, ১৩ নং (ছাত্রী) হলের নাম ‘শহীদ নাফিসা হোসেন মারওয়া হল’, এবং ১৫ নং (ছাত্রী) হলের নাম ‘শহীদ ফেলানি খাতুন হল’ হিসেবে নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে।

শিবিরের ভাষ্য অনুযায়ী, শের-এ-বাংলা এ.কে. ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক প্রজ্ঞাবান ও আপসহীন রাজনীতিক, যিনি বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে জমিদারি প্রথা বিলুপ্ত করে কৃষক-শ্রমজীবী মানুষের ভূমির অধিকার প্রতিষ্ঠা করেন। অন্যদিকে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে সাভারে শহীদ হন সফটওয়্যার শিক্ষার্থী শ্রাবণ গাজী, MIST-এর শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন এবং এইচএসসি পরীক্ষার্থী নাফিসা হোসেন মারওয়া। তাদের আত্মত্যাগ স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার প্রতিরোধের মাইলফলক হয়ে আছে। 
আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলায় স্থগিতাদেশ, আপিল করবে দুদক
১২ দিনে প্রবাসী আয় ১৩ হাজার কোটি টাকা
সেনাবাহিনীকে বিতর্কিত করতে অস্ত্রসহ গ্রেপ্তার ভায়ের পক্ষে সংবাদ সম্মেলন
পেকুয়ায় বনবিভাগের অভিযানে অবৈধ পাকাবাড়ি উচ্ছেদ অভিযান
চুক্তিভিত্তিক বাণিজ্যে স্বচ্ছতা আনতে ইউআরসি ডকুমেন্ট বাধ্যতামূলক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নানা প্রতিকূলতার মধ্যেও লাভজনক দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি
ব্রাহ্মণবাড়িয়ায় আল মাহমুদ কমপ্লেক্স স্থাপনের দাবি
জুলাই শহীদদের স্মরণে গাজীপুরে বৃক্ষরোপণ করা হবে: কৃষক দল নেতা আতাউর
অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা
২২ ঘন্টা পর মোবাইল উদ্ধার, রিসেট দিয়ে তথ্য লোপাট
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft