মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক
ফারুকুর রাহমান, টেকনাফ
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৪:৩১ পিএম
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলার ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত আব্দুর রশিদ নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ ।

আটক ব্যক্তি হলেন, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা মো. ইলিয়াস হোসেন এর ছেলে আব্দুর রশিদ।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে টেকনাফ পৌরসভার চৌধুরি পাড়া এলাকায় অবস্থিত মিয়ানমারের ট্রানজিট জেটি ঘাট হতে থাকে আটক করা হয়।

এদিকে গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

এ বিষয়ে র‌্যাবের সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, র‌্যাব-১৫ কক্সবাজার তার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মাদক মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আসামি আব্দুর রশিদ টেকনাফ পৌরসভাধীন চৌধুরীপাড়ায় অবস্থিত মিয়ানমারের ট্রানজিট জেটি ঘাটে অবস্থান করছে। 

তিনি আরও বলেন, পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের অভিযানিক দল গতকাল বিকালে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আব্দুর রশিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরপর আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

আজকালের খবর/ওআর




 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাউল শিল্পী মো. নূর হোসেনের সংগীতযাত্রা
বাউল শিল্পী মিজানুর রহমানের গান হৃদয়ে ঢেউ তোলে
জুলাইয়ে তরুণরা যা করেছে, তা চিরস্মরণীয়: প্রধান উপদেষ্টা
গানের ভেতর একজন সাইফ উদ্দিন
তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আগামীকাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিজ হাতে আইন তুলে নেয়ার অধিকার কারো নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় পর্যায়ের আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মমিনুর রশীদ, মহাসচিব কামরুল ইসলাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০
বড় পাথর মারা শার্ট-জিনস পরা ব্যক্তিটি কে?
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft