প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৪:৩১ পিএম

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলার ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত আব্দুর রশিদ নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫ ।
আটক ব্যক্তি হলেন, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা মো. ইলিয়াস হোসেন এর ছেলে আব্দুর রশিদ।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে টেকনাফ পৌরসভার চৌধুরি পাড়া এলাকায় অবস্থিত মিয়ানমারের ট্রানজিট জেটি ঘাট হতে থাকে আটক করা হয়।
এদিকে গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
এ বিষয়ে র্যাবের সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, র্যাব-১৫ কক্সবাজার তার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মাদক মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আসামি আব্দুর রশিদ টেকনাফ পৌরসভাধীন চৌধুরীপাড়ায় অবস্থিত মিয়ানমারের ট্রানজিট জেটি ঘাটে অবস্থান করছে।
তিনি আরও বলেন, পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের অভিযানিক দল গতকাল বিকালে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আব্দুর রশিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরপর আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
আজকালের খবর/ওআর