সোমবার ১৪ জুলাই ২০২৫
ফ্যাসিস্ট আমলে সব দিনই ছিল কালো দিবস: ডা. মাজহারুল আলম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৮:০৫ পিএম
শুধু ১৬ জুনই নয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলের প্রতিটি দিনই ছিল গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে একেকটি কালো দিবস, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডা. মাজহারুল আলম।

সোমবার (১৬ জুন) বিকেলে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে গাজীপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ।

ডা. মাজহারুল আলম বলেন, সাংবাদিকদের মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, তবে দেশ প্রেমে বিভেদ থাকা উচিত নয়। আজ গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা সংকটের এই সময়ে দেশের স্বার্থে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন রাষ্ট্রীয়ভাবে অধিকাংশ সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। সেটি ছিল স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। অথচ, আজও সেই একই কায়দায় সত্যকে দমন করা হচ্ছে, সংবাদপত্রকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, আর সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলার সদস্য সচিব অ্যাডভোকেট জাকিরুল ইসলাম, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সভাপতি নাসির আহমেদ, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ রেজাউল বারী বাবুল, সাংবাদিক শামসুল হুদা লিটন, প্রিন্সিপাল হুমায়ুন কবির, গাজী খলিলুর রহমান, সাংবাদিক মাজহারুল ইসলাম কাঞ্চন প্রমুখ।

তারা বলেন, গণমাধ্যম কেবল একটি পেশা নয়, এটি একটি জাতির বিবেক। সাংবাদিকদের কণ্ঠরোধ করে, হয়রানি করে বা কারাগারে পাঠিয়ে রাষ্ট্র কখনোই গণতান্ত্রিক হতে পারে না।

বক্তারা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে সকল সাংবাদিককে রাজনৈতিক ও আদর্শিক বিভাজনের ঊর্ধ্বে উঠে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, কলামিস্ট, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, তরুণ সাংবাদিক ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ও দমননীতির বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে ১৯৭৫ সালের ১৬ জুন সংবাদপত্র বন্ধের ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিক ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে জীবন উৎসর্গকারী সকল শহিদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়।

আজকালের খবর/ওআর





 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলায় স্থগিতাদেশ, আপিল করবে দুদক
১২ দিনে প্রবাসী আয় ১৩ হাজার কোটি টাকা
সেনাবাহিনীকে বিতর্কিত করতে অস্ত্রসহ গ্রেপ্তার ভায়ের পক্ষে সংবাদ সম্মেলন
পেকুয়ায় বনবিভাগের অভিযানে অবৈধ পাকাবাড়ি উচ্ছেদ অভিযান
চুক্তিভিত্তিক বাণিজ্যে স্বচ্ছতা আনতে ইউআরসি ডকুমেন্ট বাধ্যতামূলক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নানা প্রতিকূলতার মধ্যেও লাভজনক দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি
ব্রাহ্মণবাড়িয়ায় আল মাহমুদ কমপ্লেক্স স্থাপনের দাবি
জুলাই শহীদদের স্মরণে গাজীপুরে বৃক্ষরোপণ করা হবে: কৃষক দল নেতা আতাউর
অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা
২২ ঘন্টা পর মোবাইল উদ্ধার, রিসেট দিয়ে তথ্য লোপাট
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft