
শুধু ১৬ জুনই নয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলের প্রতিটি দিনই ছিল গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে একেকটি কালো দিবস, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডা. মাজহারুল আলম।
সোমবার (১৬ জুন) বিকেলে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে গাজীপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ।
ডা. মাজহারুল আলম বলেন, সাংবাদিকদের মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, তবে দেশ প্রেমে বিভেদ থাকা উচিত নয়। আজ গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা সংকটের এই সময়ে দেশের স্বার্থে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন রাষ্ট্রীয়ভাবে অধিকাংশ সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। সেটি ছিল স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। অথচ, আজও সেই একই কায়দায় সত্যকে দমন করা হচ্ছে, সংবাদপত্রকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, আর সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলার সদস্য সচিব অ্যাডভোকেট জাকিরুল ইসলাম, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সভাপতি নাসির আহমেদ, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ রেজাউল বারী বাবুল, সাংবাদিক শামসুল হুদা লিটন, প্রিন্সিপাল হুমায়ুন কবির, গাজী খলিলুর রহমান, সাংবাদিক মাজহারুল ইসলাম কাঞ্চন প্রমুখ।
তারা বলেন, গণমাধ্যম কেবল একটি পেশা নয়, এটি একটি জাতির বিবেক। সাংবাদিকদের কণ্ঠরোধ করে, হয়রানি করে বা কারাগারে পাঠিয়ে রাষ্ট্র কখনোই গণতান্ত্রিক হতে পারে না।
বক্তারা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে সকল সাংবাদিককে রাজনৈতিক ও আদর্শিক বিভাজনের ঊর্ধ্বে উঠে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, কলামিস্ট, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, তরুণ সাংবাদিক ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ও দমননীতির বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে ১৯৭৫ সালের ১৬ জুন সংবাদপত্র বন্ধের ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিক ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে জীবন উৎসর্গকারী সকল শহিদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়।
আজকালের খবর/ওআর