সোমবার ১৪ জুলাই ২০২৫
দেবীদ্বারে জুলাই গণ-অভ্যুত্থান
শহীদ ছাব্বিরের বাড়ির সড়ক সংস্কার করে দিলেন বিএনপি নেতা ব্যারিস্টার রিজভিউল
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৫:২৪ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ ছাব্বির হোসেনের বাড়ির সামনের সড়ক সংস্কার করে দিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী। 

সোমবার (১৬ জুন) বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পানুয়ারপুল থেকে বাখরাবাদ সড়কের দেবীদ্বার অংশের সংস্কার করার সময় বিএনপি নেতা ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী ছাড়াও বিএনপি কুমিল্লা (উঃ) জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মী এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 
ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী বলেন, সড়কটি সড়ক ও জনপদ বিভাগের। কোম্পানীগঞ্জ-ঢাকা যাতায়তের অন্যতম সড়ক এটি। সড়কটি সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত ও খানাখন্দের কারেণ যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। আমাদের বিএনপি দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা তারেক রহমানের নির্দেশে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন সমস্যা সমাধান করে আসছি। তারই অংশ হিসেবে ‘পানুয়ারপুল-বাখরাবাদ’ সড়কের দেবীদ্বার অংশের শহীদ ছাব্বির হোসেনের বাড়ির সামনের সড়ক সংস্কার করে দিচ্ছি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি কুমিল্লা (উঃ) জেলার সাবেক সহ-সভাপতি শাহজাহান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, সহ-সভাপতি হারুন-অর-রশিদ ভূইয়া মাষ্টার, আবুল কালাম আজাদ, উপজেলা সেচ্ছাসেক দলের নেতা মো. নজরুল ইসলাম, যুবদল নেতা সাইফুল ইসলাম, মো. কামাল হোসেন প্রমুখ।
 
জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার নিয়ে বিএনপির ভাবনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টিার রিজভিউল আহসান মূন্সী বলেন, জুলাই অভ্যুত্থানে সারা দেশের শহীদ ও আহত পরিবারের উন্নয়নে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। দেবীদ্বারের ১৪ জন শহীদ ও অর্ধশতাধিক আহত পরিবারের উন্নয়নে এবং তাদের আত্মনির্ভরশীল হওয়ায় সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর নেতৃত্বে আমরা কাজ করছি। নির্বাচিত সরকার আসার পর তার পূর্ণাঙ্গ রুপ আপনারা দেখতে পাবেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর উল্লাসিত জনতা দেবীদ্বার থানা ঘেরাউকালে পুলিশের গুলিতে সাব্বির মাথায় গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৪ আগস্ট সকাল ৯টায় তার মৃত্যু হয়। নিহত আমিনুল ইসলাম ছাব্বির (১৭) দেবীদ্বার পৌর এলাকার মৃত আলমগীর হোসেনের পুত্র। 

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলায় স্থগিতাদেশ, আপিল করবে দুদক
১২ দিনে প্রবাসী আয় ১৩ হাজার কোটি টাকা
সেনাবাহিনীকে বিতর্কিত করতে অস্ত্রসহ গ্রেপ্তার ভায়ের পক্ষে সংবাদ সম্মেলন
পেকুয়ায় বনবিভাগের অভিযানে অবৈধ পাকাবাড়ি উচ্ছেদ অভিযান
চুক্তিভিত্তিক বাণিজ্যে স্বচ্ছতা আনতে ইউআরসি ডকুমেন্ট বাধ্যতামূলক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নানা প্রতিকূলতার মধ্যেও লাভজনক দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি
ব্রাহ্মণবাড়িয়ায় আল মাহমুদ কমপ্লেক্স স্থাপনের দাবি
জুলাই শহীদদের স্মরণে গাজীপুরে বৃক্ষরোপণ করা হবে: কৃষক দল নেতা আতাউর
অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা
পিসিসিপি’র খাগড়াছড়ি কলেজ কমিটি গঠন ও আলোচনা সভা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft