মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
এক ভবঘুরের বস্তায় পাওয়া গেলো তিন লক্ষাধিক টাকা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ১:৫১ পিএম
নীলফামারীর সৈয়দপুর শহরের রেলওয়ে মাঠ, স্টেশন চত্বর বা কখনো বাজারপট্টি—প্রতিদিন শহরের পথে পথে এক ভবঘুরে মানুষকে দেখা যায়, কাঁধে বিশাল একটি পুরোনো বস্তা, গায়ে ময়লা জামা। বয়স পঞ্চাশের কোঠায়। নাম গণি মিয়া। দেখলেই বোঝা যায় দীর্ঘদিন গোসল করেন না। তার সেই নোংরা বস্তা থেকে মিলেছে তিন লাখেরও বেশি টাকা।

শনিবার (১৪ জুন) সকাল সৈয়দপুর শহরের চারজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে গোসল করিয়ে নতুন পোশাক পরানোর কাজে নামে ‘হিউম্যানিটি বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সেই উদ্যোগের অংশ হিসেবেই গণি মিয়াকেও খুঁজে বের করা হয় রেলওয়ে মাঠ থেকে। প্রথমে রাজি না হলেও পরে স্বেচ্ছাসেবকদের কথায় ধীরে ধীরে সম্মত হন গোসল করতে। 

আর তখনই ঘটে চমকপ্রদ এক ঘটনা। পোশাক বদলানোর সময় গণি মিয়ার জামার হাতা, কলার ও ভাঁজে পাওয়া যায় মোড়ানো টাকা। শুধু তাই নয়, তার কাঁধের নোংরা বস্তার ভেতরও পাওয়া যায় এক হাজার, পাঁচশ ও একশ টাকার বেশ কিছু বান্ডিল।

টাকা দেখতে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকলে সংগঠনটির সেচ্ছাসেবক ময়নুল ইসলাম জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সৈয়দপুর থানা পুলিশের সহযোগিতায় টাকাসহ ওই ব্যক্তিকে থানায় নিয়ে যান। সেখানে উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপস্থিতিতে গণনা করে দেখা যায়, গণি মিয়ার কাছে পাওয়া গেছে মোট তিন লাখ ৬৯ হাজার ৫২ টাকা। বস্তায় আরও পাওয়া গেছে কয়েকটি জমির দলিল ও কাগজপত্র।

স্থানীয়রা জানান, গণি মিয়া শহরের পরিচিত মুখ। কারও ক্ষতি করেন না, সাহায্য চাইলে হাত বাড়ান। অনেকেই দয়ার বশে তাকে টাকা-পয়সা দেন, আর সেই টাকাগুলোই তিনি খরচ না করে নিজের মতো করে গুছিয়ে রাখতেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন বলেন, তিনি আমাদের জানিয়েছেন, তার বাড়ি রংপুরের আলমনগরের রবার্টসনগঞ্জ এলাকায়। তার পরিবারের সন্ধান নেওয়ার চেষ্টা চলছে। বর্তমানে ওই অর্থ উপজেলা সমাজসেবা কর্মকর্তার দপ্তরের সমাজকর্মী রশিদুল ইসলামের জিম্মায় রাখা হয়েছে। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রাজধানীতে পথশিশু ধর্ষণের শিকার, হাসপাতালে ভর্তি
ঘুষ নেওয়ার অভিযোগে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত
এই সম্মান মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে: আনোয়ারা
৯৬ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিজ হাতে আইন তুলে নেয়ার অধিকার কারো নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় পর্যায়ের আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মমিনুর রশীদ, মহাসচিব কামরুল ইসলাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০
এরশাদের স্মরণসভায় একমঞ্চে পাঁচ অংশের নেতারা, জাপা গড়ার প্রতিশ্রুতি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft