সোমবার ১৪ জুলাই ২০২৫
ট্রেনে স্বস্তিতেই ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১০:১৩ এএম
ঈদুল আজহার সরকারি ছুটির এখনো দুই দিন বাকি থাকলেও রাজধানীতে ফিরতে শুরু করেছেন গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে যাওয়া অনেকেই। কেউ আসছেন পরিবারের সদস্যদের নিয়ে, আবার কেউ একাই ফিরছেন চাকরির তাগিদে। শেষ মুহূর্তে শুক্রবার ও শনিবার বাড়তি ভিড় হতে পারে- এই আশঙ্কায় অনেকে আগেভাগেই ঢাকায় ফিরছেন।

বৃহস্পতিবার (১২ জুন) ঈদের ষষ্ঠ দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, কিছু সময় পরপর একের পর এক ট্রেন এসে পৌঁছাচ্ছে এবং যাত্রীরা একে একে নেমে আসছেন। যাত্রীদের চাপ থাকলেও রেলযাত্রায় কোনো বড় ধরনের ভোগান্তির খবর পাওয়া যায়নি। তবে অতিরিক্ত গরমে নাকাল অবস্থার কথা জানিয়েছেন অনেকেই।

কমলাপুর স্টেশন এলাকায় কথা হয় যাত্রী সাজেদা চৌধুরীর সঙ্গে। তিনি জানান, খুব ভালো ভ্রমণ ছিল। আগে তো ট্রেনের টিকিট পাওয়া, ওঠানামা, শিডিউল বিপর্যয়- সব মিলিয়ে অনেক সমস্যা ছিল। এবার কোনো সমস্যায় পড়তে হয়নি। আলহামদুলিল্লাহ, ভালোভাবে পৌঁছেছি।এদিকে ট্রেন থেকে নেমেই যাত্রীরা পরিবারের সদস্যদের সঙ্গে বাসায় ফিরতে ব্যস্ত হয়ে পড়েন। তারা জানাচ্ছেন, এ বছর ট্রেনে যাত্রা ছিল স্বস্তিদায়ক। কেউ কেউ বলেন, শেষ সময়ে বাড়তি ভিড় হতে পারে ভেবে আগেই টিকিট কেটে নির্ধারিত সময়েই ঢাকায় ফিরেছেন তারা।

সরকারের স্বাস্থ্যবিধি অনুসারে মাস্ক পরার নির্দেশনা থাকলেও অধিকাংশ যাত্রীকেই মাস্ক ছাড়াই ভ্রমণ করতে দেখা গেছে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি রক্ষায় তেমন কোনো কার্যকর তদারকি চোখে পড়েনি।কমলাপুর রেলস্টেশনে কর্মরতদের সূত্রে জানা যায়, এখনো নির্বিঘ্নেই চলাচল করছে ট্রেন। ঈদ পরবর্তী সময়ে প্রতিদিন ঢাকায় ফিরছেন হাজারও মানুষ। এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শুক্র ও শনিবার অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।একই সময়ে কিছু মানুষকে ঢাকা ছাড়তে দেখা যায়। কেউ যাচ্ছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে ঘুরতে। 

অনেক চাকরিজীবী ঈদের ছুটিতে ঢাকায় থেকে গেছেন কাজের ব্যস্ততায়। এখন যখন অন্যরা ফিরে এসেছেন, তখন ছুটি পেয়ে তারা ঢাকা ছাড়ছেন।ঢাকায় একটি সেবামূলক প্রতিষ্ঠানে চাকরিরত সাইফ নামের এক কর্মজীবী জানান, ঈদে বাড়ি যাওয়ার ইচ্ছা থাকলেও ছুটি পাননি। অন্যরা ছুটি কাটিয়ে ফিরেছেন বলে এখন তিনি ছুটি পেয়েছেন এবং বাড়ির পথে রওনা হয়েছেন।কমলাপুর স্টেশনে সার্বিক চিত্রে দেখা গেছে, নিয়মিত সময়েই ট্রেন আসছে, এবং যাত্রীরা স্বস্তিতেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে অতিরিক্ত ট্রেন পরিচালনার ব্যবস্থা করা হয়েছে, যাতে যাত্রীসাধারণ নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলায় স্থগিতাদেশ, আপিল করবে দুদক
১২ দিনে প্রবাসী আয় ১৩ হাজার কোটি টাকা
সেনাবাহিনীকে বিতর্কিত করতে অস্ত্রসহ গ্রেপ্তার ভায়ের পক্ষে সংবাদ সম্মেলন
পেকুয়ায় বনবিভাগের অভিযানে অবৈধ পাকাবাড়ি উচ্ছেদ অভিযান
চুক্তিভিত্তিক বাণিজ্যে স্বচ্ছতা আনতে ইউআরসি ডকুমেন্ট বাধ্যতামূলক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নানা প্রতিকূলতার মধ্যেও লাভজনক দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি
ব্রাহ্মণবাড়িয়ায় আল মাহমুদ কমপ্লেক্স স্থাপনের দাবি
জুলাই শহীদদের স্মরণে গাজীপুরে বৃক্ষরোপণ করা হবে: কৃষক দল নেতা আতাউর
অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা
২২ ঘন্টা পর মোবাইল উদ্ধার, রিসেট দিয়ে তথ্য লোপাট
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft