প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ১২:৫২ পিএম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ ঈদ-উল- আযহা উদযাপন করেছেন।
শুক্রবার (৬ জুন) সকাল ৮টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালীতে আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে ঈদ উল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাও: মাহবুবুর রহমান।
সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায় ঈদ উল আযহার নামাজ অনুষ্ঠিত হয়।
এছাড়াও সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচাতর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গা, কাশিমাড়িসহ প্রায় ২০ গ্রামে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মুসুল্লিরা আল্লাহর নৈকট্য লাভের আশায় বাড়িতে গিয়ে পশু কোরবানি করেন।
ভাড়ুখালি আহলে সুন্নাত আল জামাত জামে মসজিদের ইমাম মাও. মাহবুবুর রহমান জানান, ইংরেজি মাসের হিসেবে নয়,আরবী মাসের হিসেবে রসুলের নির্দেশিত হিজরী তারিখ হিসেব করে এখন বিশ্বায়নের এ যুগে সৌদির সাথে মিল রেখে ঈদ করতে হবে।
তিনি আরো জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আযহা ও ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন।
সেই ধারাবাহিকতায় আজও তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করছেন। ধর্মপ্রাণ মুসলমানরা ত্যাগের মহিমায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পছন্দের পশু কোরবানি করেন।
আজকালের খবর/বিএস