প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৬:৩২ পিএম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্টাতা৷ তাঁকে রাজনৈতিক নেতা হিসেবে নয় বরং সার্বজনীন নেতা হিসেবে আমরা স্মরণে রাখবো। পরবর্তীতে শিক্ষক শিক্ষার্থীদের কাছে ১৭৫ একরের ইবি ক্যাম্পাসে তিনি সার্বজনীন অভিভাবক হিসেবে চিরদিন স্মরণে থাকবেন।’
শুক্রবার (৩০ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে বাদ জুমা কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানেও তিনি একই বক্তব্য দেন।
উপাচার্য বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে আজকের দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করা হয়েছিল। তিনি চেয়েছিলেন দেশকে উন্নত সমৃদ্ধ করার। জনগণ তাকে ক্ষমতায় বসিয়েছিলেন। তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন। তিনি দেশে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আমরা তাকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা হিসেবে স্মরণ করছি। জুলাই গণঅভ্যুত্থানের পরে তার স্বপ্ন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, ঐক্যবদ্ধভাবে বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবো।
এর আগে বেলা ১১টার দিকে প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোক যাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ রাষ্ট্রপতির স্থাপিত ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপ উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হকসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
আজকালের খবর/ওআর