
বগুড়া জেলার সোনাতলা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুল’ এ আজ বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হলো প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানটি পৌরসভা অডিটোরিয়াম হল রুমে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিভাবকগণ, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম। অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলের পরিচালক এ.টি.এম রেজাউল করিম মানিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক। তিনি শিক্ষার গুরুত্ব এবং শিশুদের নৈতিক গঠন ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা সম্পর্কে গুরুত্বারোপ করেন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, শুধু বইয়ের পড়াশোনা নয়, আমাদের শিশুদের মাঝে নৈতিকতা, শিষ্টাচার ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং শিক্ষাজীবনে উৎসাহ পাওয়া যায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (চঃ দঃ) মো. এনায়েতুর রশীদ।
অনুষ্ঠানের শেষাংশে প্রধান অতিথি স্বীকৃতি প্রামাণিক প্রতিটি শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রগতিপত্র ও পুরস্কার তুলে দেন। শিশুদের মুখে আনন্দ ও গর্বের হাসি যেন অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. সামছ উদ্দিন, সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন, সাংবাদিক হারুন অর রশিদ, সাংবাদিক তৌহিদ আহম্মেদ।
অনুষ্ঠানে সবাই একমত হন যে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে। একই সঙ্গে বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে সম্পর্ক আরও মজবুত হয়।
উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠিত ‘জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি’ স্কুল অল্প সময়ের মধ্যেই শিক্ষার মান ও শৃঙ্খলার দিক থেকে স্থানীয়ভাবে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। শিক্ষক, অভিভাবক এবং স্কুলের সম্মিলিত প্রচেষ্টায় এই বিদ্যালয়টি এলাকার শিক্ষার আলো ছড়ানোর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।
আজকালের খবর/ওআর