প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭:১৬ পিএম
দেশে সার্জিক্যাল রোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সর্বাধুনিক চিকিৎসা, ব্যবস্থাপনা, নতুন উদ্ভাবন ও গবেষণা সংক্রান্ত বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আধুনিক চিকিৎসা পদ্ধতি ও গবেষণার ফলাফল নিয়ে তরুণ চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সার্জিক্যাল চিকিৎসার প্রভুত উন্নয়ন সাধন এবং রোগীদের বিদেশমুখীতা বহুলাংশে কমানো সম্ভব।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সভাকক্ষে দেশের নবীন চিকিৎসকদের নিয়ে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ এবং সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজী বিভাগ, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের যৌথ উদ্যোগে A Journey Towards Surgical Excellence শীর্ষক এক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা এ আশাবাদ ব্যক্ত করেন।
এই কর্মশালায় সার্জিক্যাল রোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সর্বাধুনিক চিকিৎসা, ব্যবস্থাপনা, নতুন উদ্ভাবনা ও গবেষণা সংক্রান্ত ১০টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। উক্ত সম্মেলনে বাংলাদেশের খ্যাতিমান বিশেষজ্ঞ সার্জনরা অংশগ্রহণ করেন এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি ও গবেষণার ফলাফল নিয়ে তাদের মূল্যবান অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. এ এম এস এম শারফুজ্জামান। এ ছাড়া এই সম্মেলনে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মজিদ এবং অন্যান্য দেশবরেণ্য বিশেষজ্ঞ সার্জনরা।
কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল গ্যাস্ট্রোন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মামুনুর রহমান।
এই ধরনের সম্মেলন দেশের নবীন চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সার্জিক্যাল চিকিৎসার প্রভুত উন্নয়ন সাধন করবে এবং রোগীদের বিদেশমুখীতা বহুলাংশে হ্রাস করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
আজকালের খবর/আরইউ