প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ২:৫৫ PM আপডেট: ৩১.১২.২০২৩ ২:৫৬ PM

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের রাণীনগর
উপজেলায় আচরণবিধি প্রতিপালনে মাঠে সরব রয়েছে প্রশাসন ও পুলিশ। প্রতিদিনই
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট ব্যানার
সম্বলিত গাড়িতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণবিধি ম্যাজিস্ট্রেট
মোহাম্মদ হাফিজুর রহমান, ওসি (তদন্ত) মেহেদী হাসান ও থানা পুলিশের সদস্যরা
টহল দিচ্ছেন।
সেই সাথে প্রার্থী, সমর্থক ও ভোটারদের আচরণবিধি
মেনে চলার জন্য সজাগ করছেন দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তারা। কোথাও নির্বাচনী
কোন সহিংসতা সৃষ্টি হলে সেখানে ছুটে যাচ্ছেন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীরা নিয়মিত টহল দিচ্ছেন।

কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী,
প্রতীক বরাদ্দের সঙ্গে ১৮ডিসেম্বর থেকে শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণার
কাজ। প্রতীক নিয়েই প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থী ও তাদের
সমর্থকরা। এই প্রচারণা চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত।
রাণীনগর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, নির্বাচনী আচরণ বিধি
মেনে চলার জন্য সকলকে অবহিত ও পরামর্শ প্রদান করা হচ্ছে। আচরণবিধি না মেনে
কোন কার্যক্রম পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা সব সময়
প্রস্তুত রয়েছি। নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোন অরাজকতা সৃষ্টির চেস্টা
করলে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর
পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা পুলিশ বাহিনী বদ্ধ পরিকর।
সহকারী
কমিশনার (ভূমি) ও আচরণবিধি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান বলেন,
প্রার্থী ও তাদের সমর্থকরা যেনো নির্বাচনী আচরণ বিধি মেনে উৎসবমুখর পরিবেশে
নির্বাচনী প্রচারণা চালাতে পারেন সেই বিষয়টি নিশ্চতকরণের লক্ষ্যে
রিটার্নিং এবং সহকারী রিটার্নিং অফিসারের নির্দেশনা মোতাবেক নিয়মিত মোবাইল
কোর্ট এবং টহল চলমান আছে। কোথাও কোন আচরণ বিধি লঙ্ঘিত হওয়ার অভিযোগ পেলে
তাৎক্ষণিক নির্বাচনী আচরণ বিধিমালা ২০০৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এছাড়া সড়ক পরিবহন আইনের আওতায় হেলমেট ও লাইসেন্স বিহীন এবং
ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকদের উপর নিয়মিত অভিযানও অব্যাহত রয়েছে।
সরকারের পরবর্তি নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই টহল অব্যাহত রাখা হবে বলেও
জানান এই কর্মকর্তা।
আজকালের খবর/এসএইচ