বুধবার ৩ সেপ্টেম্বর ২০২৫
সাংবাদিক খোকনের বিরুদ্ধে মামলা: ক্র্যাবের আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৫:৩৪ পিএম
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য ও যুগান্তরের অনুসন্ধানী সাংবাদিক নেসারুল হক খোকনের বিরুদ্ধে নৌ পুলিশের সাবেক এসপি আব্দুল্লাহ আরেফের স্ত্রীর দায়ের করা মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে ক্র্যাব। পাশাপাশি এ সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না হলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে আয়োজিত মানববন্ধনে এ আল্টিমেটাম দেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল।

ক্র্যাবের দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, সহ-সভাপতি দীপু সারোয়ার, ক্র্যাবের সাবেক সভাপতি আবুল খায়ের, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, মাহবুব আলম লাবলু, ক্র্যাবের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, শাহরিয়ার আরিফ, ডিআরইউর কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান সুমন প্রমুখ। 

এসময় ক্র্যাব কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম, আলউদ্দিন আরিফ, ডিআরইউর সাবেক সহ-সভাপতি নজরুল কবীর, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তরা বলেন- আব্দুল্লাহ আরেফ একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। তিনি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিবর্তে নিজেই দুর্নীতি লালন করছেন। তিনি যেখানে দায়িত্ব পালন করেন সেখানেই কোনো না কোনো অনিয়মে জড়িয়েছেন। নেসারুল হক খোকন তার বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় আরেফ তার স্ত্রীকে দিয়ে মানহানি মামলা কারিয়েছেন যা খুবই দুঃখজনক। নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। 

অবিলম্বে খোকনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘেষাণার আহবান জানান সাংবাদিক নেতারা।

আজকালের খবর/ইমু 








সর্বশেষ সংবাদ
নান্দাইল পৌর সদরে এক রাতে তিন বাসায় চুরি
শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়ালরত্নের ইন্তেকাল
নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব: ডিজি
বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কাজী নজরুল ইসলাম ও বাংলা গান
এভাবে চলে যেতে নেই
পরীমনির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা
কেউ আক্রমণ করলে ছাড় দেবো না: কাদের
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft