বুধবার ৩ সেপ্টেম্বর ২০২৫
বিসিআরএ বিজয় সম্মাননা: সেরা চলচ্চিত্র সাংবাদিক আহমেদ তেপান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৩:২২ পিএম
বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের (বিসিআরএ) বিবেচনায় সেরা চলচ্চিত্র সাংবাদিক হয়েছেন দৈনিক আজকালের খবরের নিজস্ব প্রতিবেদক আহমেদ তেপান্তর। সংগঠনটির বিজয় সম্মাননা-২০২২ পেয়েছেন তিনি। 

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিউট মিলনায়তনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ সম্মাননা তুলে দেন। 

আহমেদ তেপান্তর বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দফতর সম্পাদক হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করছেন। তিনি এর আগে দৈনিক আমার দেশে কাজ করেছেন। তার সময়োচিত চিন্তাধারার লেখনিগুলো চলচ্চিত্রের উন্নয়নে প্রভূত ভূমিকা রাখছে। নানা সময়ে  বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে মুখর থাকেন তিনি। করোনাকালে স্বাস্থ্যবিধি সুরক্ষায় প্রচারণা চালিয়েছেন তিনি। নিজ উদ্যোগে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষার উপকরণ ও ত্রাণ বিতরণ করেছেন। আহমেদ তেপান্তর লেখক হিসেবেও সমধিক পরিচিত।  
 
বিজয়ের মাসে সাংস্কৃতিক অঙ্গনের গুণী মানুষদের মূল্যায়নের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করে বিসিআরএ। 

এ ছাড়া চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ, সংগীতে শেখ সাদী খান, চলচ্চিত্রে কাজী হায়াৎ ও মঞ্চ-টিভিতে নাসির উদ্দীন ইউসুফকে আজীবন, অনলাইন সাংবাদিকতায় বাংলাদেশ প্রতিদিনের শামছুল হক রাসেল, সেরা বিনোদন সাংবাদিক আমাদের সময়ের মইন আব্দুল্লাহ, সংবাদের নিথর মাহবুব, বাচসাস সাধারণ সম্পাদক রিমন মাহফুজসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য অর্ধশতাধিক ব্যক্তির হাতে বিসিআরএ সম্মাননাসহ অ্যাওয়ার্ড তুলে দেন হাছান মাহমুদ।

প্রসঙ্গত, দেশের দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও ইলেকট্রনিক্স গণমাধ্যমে কর্মরত কালচারাল রিপোর্টারদের প্রতিনিধিত্বকারী একমাত্র সংগঠন বিসিআরএ। 

অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি অভি চৌধুরী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দুলাল খানসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

আজকালের খবর/আরইউ








সর্বশেষ সংবাদ
নান্দাইল পৌর সদরে এক রাতে তিন বাসায় চুরি
শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়ালরত্নের ইন্তেকাল
নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব: ডিজি
বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কাজী নজরুল ইসলাম ও বাংলা গান
এভাবে চলে যেতে নেই
পরীমনির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা
কেউ আক্রমণ করলে ছাড় দেবো না: কাদের
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft