বুধবার ৩ সেপ্টেম্বর ২০২৫
মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ১০:৩০ পিএম
মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ (এমজেসিবি)’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় দিবসের আলোচনা সভা শনিবার সংগঠনের চৌধুরীপাড়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত, কোরআন তেলাওয়াত ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, সাবেক অতিরিক্ত সচিব ড. ফজলুল হক বলেন, সত্য ও ভালো লেখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ হবে সেই রকম সাংবাদিক দরকার। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে গেছেন। আমাদের দায়িত্ব তা রক্ষা করা। 

বিশেষ অতিথি গীতিকার সুরকার ইঞ্জিনিয়ার নূরে আলম সরকার বলেন, একজন সাংবাদিক পারেন চিত্র তুলে ধরে সঠিক পথ দেখাতে। 

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী  বলেন, সাংবাদিকদের রুটি-রুজির ন্যায্য অধিকার আদায়ে সংগঠনগুলোর প্রয়োজনীতা অনস্বীকার্য। 

অনুষ্ঠান সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাদল চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ডের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান জহিরুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। 
স্বাগত  বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক রারজানা সুলতানা। দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সিনিয়র সাংবাদিক টুটুল হুমায়ুন, সহ-সভাপতি আনোয়ার সাদাত সবুজ, আইন সম্পাদক অ্যাড. নূর হোসেন, সহ-সাংগঠনিক মো. আলমগীর হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক। 

কোরআন তেলাওয়াত করেন কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক আব্দুল খালেক লাভলু।

আজকালের খবর/এএসএস








সর্বশেষ সংবাদ
নান্দাইল পৌর সদরে এক রাতে তিন বাসায় চুরি
শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়ালরত্নের ইন্তেকাল
নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব: ডিজি
বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কাজী নজরুল ইসলাম ও বাংলা গান
এভাবে চলে যেতে নেই
পরীমনির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা
কেউ আক্রমণ করলে ছাড় দেবো না: কাদের
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft