শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
এবার বাণিজ্য মেলায় ২২৫ স্টল : বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৯:০৩ PM আপডেট: ৩১.১২.২০২১ ৯:০৫ PM
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,  করোনার কথা বিবেচনা করে মেলায় স্টলের সংখ্যা কমানো হয়েছে। মেলায় বাইরে ও ভেতরে ২২৫টি স্টল দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২২’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মেলার এক্সিবিশন সেন্টারে রপ্তানি উন্নয়ন ব্যুরো এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্যমেলার ভেতরে রাস্তা প্রশস্ত করা হয়েছে, যাতে করে দর্শনার্থীদের গায়ে গা না লেগে যায়। পরবর্তী বছরে সিচুয়েশন অনুযায়ী মেলায় স্টল বাড়ানো হবে। ২০২২ সালে মেলা এভাবেই শুরু করতে যাচ্ছি। এবারের মেলায় সাতটি মিনি প্যাভেলিয়ন আছে। বঙ্গবন্ধুর নামে একটি প্যাভিলিয়ন করা হয়েছে। এই প্যাভিলিয়নে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে দর্শনার্থীরা জানতে পারবেন।

টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রীর একটা স্বপ্ন ছিল আমাদের নিজস্ব একটা এক্সিবিশন সেন্টার হবে। বেশ কয়েক বছর আগে তিনি (প্রধানমন্ত্রী) নিজস্ব এক্সিবিশন সেন্টারের কথা বলেছিলেন। ১৯৯৫ সাল থেকে বাণিজ্যমেলা হয়ে আসছে। করোনা মহামারির কারণে মেলা বন্ধ ছিল। আগামীকাল থেকে আমরা বাণিজ্যমেলা আবারও শুরু করতে যাচ্ছি। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করবেন।

তিনি আরও বলেন, প্রথমবারের মতো পূর্বাচলে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। কিছু সমস্যা আছে আপনারা জানেন। মোটামুটি মেলা এক্সিবিশন ৮০ শতাংশ অর্জন করতে পেরেছি। মেলায় দর্শনার্থীদের যাতায়াতের জন্য ৩০টি বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের জন্য বাসগুলো কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত যাবে। এই ১৪ কিলোমিটার রাস্তা বাস ভাড়া ধরা হয়েছে ৩০ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, অন্যান্য বছরের মতো মাসব্যাপী এ মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত)। মেলার টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা, শিশুদের জন্য ২০ টাকা।

বাণিজ্যমেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরির মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল ও ১৫টি ফুড স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

আজকালের খবর/বিএস