ইবি কর্মচারী সমিতির নির্বাচন ১১ ডিসেম্বর, যেভাবে চলছে প্রস্তুতি
রবিউল আলম, ইবি
প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৩:৪০ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ কর্মচারী সমিতির ‘দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬’ এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ ডিসেম্বর। ক্যাম্পাসের মমতাজ ভবনে শিক্ষক কর্মকর্তা ক্লাবের নিচ তলায় বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে। পরবর্তীতে একইদিনে দুপুর ২টায় ভোট গণনা শুরু হবে। 

গত ২৫ নভেম্বর কর্মচারী সমিতি নির্বাচনের ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনারের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার খন্দকার আব্দুল মজিদ স্বাক্ষরিত নির্বাচনী তফশিল সূত্রে এ তথ্য জানা যায়।

নির্বাচনী তফশিলে বলা হয়, ২ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ ও ৪ ডিসেম্বর মনোনয়নপত্র গ্রহণ করে ৭ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ১১ ডিসেম্বর ভোটগ্রহণ ও গণনা শেষে ঐ দিনই ফল প্রকাশ করা হবে। এ নির্বাচনী অনুষ্ঠানের মাধ্যমে মোট ১৩টি পদে ১৫ জনকে নির্বাচিত করা হবে।

সূত্রে জানা যায়, নির্বাচনকে ঘিরে চলমান প্রস্তুতিতে ১৫ জনের সভাপতির প্যানেল নির্ধারিত হলেও এখনও সাধারণ সম্পাদকের প্যানেল নির্ধারণ করতে পারেন নি। তবে ২ তারিখ মনোনয়নপত্র বিতরণের দিন স্পষ্ট হবে নির্বাচনী মাঠ কতটুকু খালি থাকছে। এদিকে সংবাদ মাধ্যমে প্রকাশিত আওয়ামীপন্থী শিক্ষক সমিতি নির্বাচনে অংশগ্রহণে বাঁধা নিয়ে ইবি ছাত্রশিবিরের সভাপতির হুশিয়ারি বক্তব্য এ নির্বাচনে কতটুকু প্রভাব পরবে তা দেখার বিষয়। তবে এ নিয়ে অবগত নির্বাচন কমিশনার।

সার্বিক প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনার খন্দকার আব্দুল মজিদ বলেন, কর্মচারী সমিতি আমাকে নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করেছেন। আমরা আলাপ করে তফশিল ঘোষণা করেছি। এবার ভোটার থাকছে ১৫১ জন। কে প্রার্থী হচ্ছে বা কে কোন প্যানেল এখন বলা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতি মাথায় রেখে ৫ জন নির্বাচন কমিশনার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিব। একটা সুষ্ঠু নির্বাচন যেন হয় সবার সহযোগিতা কামনা করছি।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
দুই সচিব ওএসডি
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft