শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১:৪৫ পিএম
মেডিকেল শিক্ষার্থীসহ সিলেটের বিভিন্ন স্তরের শতাধিক তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময়ের সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলাম। বাধ্য হয়ে ১৭ বছর বিদেশে ছিলাম। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনি জনসভা শুরুর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। 

‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ অনুষ্ঠানে তরুণদের কথা শুনেছেন তারেক রহমান। তরুণদের উদ্দেশে নিজেও বিভিন্ন দিকনির্দেশনা দেন।  

এ সময় তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পরিবারের প্রধান নারীকে এ কার্ড দেওয়া হবে বলে জানান তিনি।

এই কার্ডের সুবিধা প্রসঙ্গে তারেক রহমান বলেন, এর মাধ্যমে মাসিকভিত্তিক দুই থেকে আড়াই হাজার টাকা দেওয়া হবে। এছাড়া দেওয়া হবে খাদ্যসামগ্রী। 

তিনি আরও বলেন, বিদেশ গমনেচ্ছুদের জন্য বহুমাত্রিক দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষা আধুনিকায়ন করা হবে। বিভিন্ন দেশের ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। এতে উপস্থিত হওয়া তরুণরা সবাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থী। 

এই মতবিনিময় পর্ব শেষে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন তারেক রহমান। 

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা এরই মধ্যে ধানের শীষ প্রতীকের প্রচারণায় বক্তব্য দিয়েছেন। 

এর আগে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে একে একে মাঠে প্রবেশ করতে দেখা গেছে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে। 

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গ্রিনল্যান্ড কিনতে ১ বিলিয়ন ডলার লাগতে পারে: পুতিন
এবার ভোট গণনায় বেশি সময় লাগতে পারে : ইসি সচিব
কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি
গণভোট বানচালের আহ্বান জানালেন জিএম কাদের
নির্বাচনী প্রচারণা শুরু: অবাধ ও সুষ্ঠু নির্বাচনই প্রত্যাশা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ঝালকাঠিতে ডিবির অভিযানে মাদকসহ ২ যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়া-৩ এ বিএনপির প্রার্থী খালেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে সম্পাদকদের সঙ্গে AFED-এর গোলটেবিল বৈঠক
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিল করবেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী
প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষ, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft