আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকমণ্ডলী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর জোট অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (AFED)।
‘সংসদীয় নির্বাচনে নমুনাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক এই গোলটেবিল আলোচনায় বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন পোর্টাল ও টেলিভিশন চ্যানেলের সম্পাদক ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল AFED-এর নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম, বিশেষ করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বৈজ্ঞানিক নমুনাভিত্তিক পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা, পারস্পরিক আস্থা জোরদার করা এবং গণমাধ্যমের কাছ থেকে গঠনমূলক পরামর্শ গ্রহণ।
গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন AFED-এর কো-চেয়ার ও খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রোখসানা খন্দকার। তিনি বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের ধারাবাহিক ইতিহাস তুলে ধরে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে AFED-এর ভূমিকা এবং ৩০টি সদস্য সংগঠনের সমন্বয়ে গঠিত এই জোটের কার্যক্রম নিয়ে আলোকপাত করেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন AFED-এর সদস্য সচিব মো. হারুন-অর-রশিদ, নির্বাহী পরিচালক, লাইট হাউস। তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের নীতিমালা অনুসরণ করে আসন্ন নির্বাচনে AFED একটি সমন্বিত নাগরিক নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করবে। নির্বাচন দিবসে প্রায় ৩,০০০ পর্যবেক্ষক মাঠে থাকবে, যার মধ্যে থাকবেন ১৭৫ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক (LTO), ১,৮০০ জন পর্যবেক্ষক পরিসংখ্যানভিত্তিক নমুনা পদ্ধতিতে নির্বাচিত ৯০০টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন এবং ৮০০ জন পর্যবেক্ষক উচ্চঝুঁকিপূর্ণ ও রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকায় নিয়োজিত থাকবেন।

তিনি আরও জানান, নমুনাভিত্তিক পর্যবেক্ষণের মাধ্যমে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা প্রমাণভিত্তিকভাবে মূল্যায়ন করা হবে।
ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (EPD)-এর AHEAD বাংলাদেশ প্রকল্প পরিচালক আনাস্তাসিয়া এস. উবাইওয়া বলেন, নমুনাভিত্তিক নির্বাচন পর্যবেক্ষণ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈজ্ঞানিক পদ্ধতি, যা একটি দেশের সামগ্রিক নির্বাচনী চিত্র তুলে ধরতে সহায়ক এবং ভবিষ্যতে আরও মানসম্মত নির্বাচন আয়োজনের পথ সুগম করে। তিনি জানান, নাগরিক নির্বাচন পর্যবেক্ষণ, ভোটার শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অংশগ্রহণ জোরদারে AHEAD বাংলাদেশ প্রকল্প কাজ করছে এবং AFED বাংলাদেশে অন্যতম বৃহৎ নির্বাচন পর্যবেক্ষণ নেটওয়ার্ক।
গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন: মো. শহিদুল ইসলাম সম্পাদক, মানবকণ্ঠ ও সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, খুরশীদ আলম নির্বাহী সম্পাদক, জনকণ্ঠ ও সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফারুক আহমেদ তালুকদার সম্পাদক, আজকালের খবর, মোস্তফা কামাল সম্পাদক, দৈনিক খবরের কাগজ, রিমন মাহফুজ সম্পাদক, সংবাদ প্রতিদিন, মফিজুর রহমান সম্পাদক, বাংলাদেশের আলো, আশরাফুল ইসলাম নগর সম্পাদক, নয়া দিগন্ত, নাজমুন নাহার মিলি, নিউজ এডিটর, ৭১ টেলিভিশন, সালাহউদ্দিন আহমেদ নিউজ এডিটর, এসএ টিভি, খায়রুল কবির সিনিয়র রিপোর্টার, কালের কণ্ঠ, রাজিব খান বার্তা সম্পাদক, চ্যানেল ২৪, মিজানুর রহমান যুগ্ম বার্তা সম্পাদক, দ্য ডেইলি সান, ওবায়দুল্লাহ মামুন সিনিয়র রিপোর্টার, এনটিভি, রেজভী নেওয়াজ বিজনেস এডিটর, চ্যানেল আই, নাজনীন আখতার সিনিয়র রিপোর্টার, প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
বৈঠকে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন অ্যাডভোকেট রোখসানা খন্দকার। উপস্থিত ছিলেন AFED-এর সদস্য সংগঠনগুলোর প্রতিনিধিরাও। সমাপনী বক্তব্য দেন AFED-এর কো-চেয়ার ও রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডেমোক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ।
মতবিনিময় পর্বে গণমাধ্যম প্রতিনিধিরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকার যৌক্তিকতা, ভোট গণনার সময় দলীয় এজেন্টের উপস্থিতি এবং পর্যবেক্ষকদের দায়িত্ব নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন, যার উত্তর দেন প্যানেল সদস্যরা।
উল্লেখ্য, AFED-এর ‘সম্পাদক ও গুরুত্বপূর্ণ গণমাধ্যমের সঙ্গে গোলটেবিল আলোচনা’ কার্যক্রমটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (EPD)-এর সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। আয়োজকেরা আশা প্রকাশ করেন, গণমাধ্যমের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের আস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকালের খবর/ এমকে