প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ২:৪৩ পিএম

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাওছার আল হাবীব ও তার সহধর্মিণী নুরে রোকসানা সুমি আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের বিপরীতে হোটেল রেডিসনের সামনে বাইক দুর্ঘটনার কবলে পড়েন তারা। এ সময় তারা দুজনেই গুরুতর আহত হন।
অফিসিয়াল ও তাদের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাইকে করে সাংবাদিক কাওছার ও সুমি তাদের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কুর্মিটোলা অতিক্রম করার সময় কুয়াশা ভেজা রাস্তায় বাইক স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যান। এ সময় আশেপাশের পথচারী ও পুলিশ এসে তাদের রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তারা ঐ অবস্থায় অফিসে পৌঁছান। অফিসে যাওয়ার পর তাৎক্ষণিক ওষুধ খেলেও সময় বাড়ার সাথে সাথে প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকলে সহকর্মীরা তাদের হাসপাতালে পাঠাতে সহযোগিতা করেন। এরপর তারা আশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। এ সময় চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সাংবাদিক সুমিকে সিটি স্ক্যান ও কাওছার আল হাবীবকে এক্স-রেসহ বিভিন্ন পরীক্ষা করার পরামর্শ দেন।
আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কবীর হোসেন বলেন, সাংবাদিক সুমি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। এছাড়াও হাত-পা ও কোমড়ে গুরুতর আঘাত পেয়েছেন। অপরদিকে সাংবাদিক কাওছার বুকের বা পাজরের হাড়ে আঘাত পেয়েছেন যা গুরুতর।
আজকালের খবর/বিএস